Nobel 2023: ‘কোয়ান্টাম ডট’ আবিষ্কার ও সংশ্লেষের জন্য রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 04, 2023 | 5:36 PM

Nobel in Chemistry: আকাদেমির জুরিরা বলেছেন, "ন্যানোটেকনোলজির এই ক্ষুদ্রতম উপাদানগুলি এখন টেলিভিশন থেকে শুরু করে এলইডি ল্যাম্পে তাদের আলো ছড়িয়ে দেয় এবং অন্যান্য অনেক কিছুর মধ্যে টিউমার টিস্যু অপসারণের সময় সার্জনদের গাইডও করতে পারে।"

Nobel 2023: কোয়ান্টাম ডট আবিষ্কার ও সংশ্লেষের জন্য রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
নোবেল বিজয়ী মৌঙ্গি জি বাভেন্ডি, লুই ই. ব্রুস এবং আলেক্সি আই. একিমভকে
Image Credit source: Twitter

Follow Us

স্টকহোম: টেলিভিশন স্ক্রিন থেকে এলইডি ল্যম্প – বর্তমানে ডিসপ্লে টেকনোলজির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কোয়ান্টাম ডটস। এই কোয়ান্টাম ডটস আবিষ্কার এবং সংশ্লেষের জন্য, এই বছর রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হল তিন বিজ্ঞানীকে – তিউনিশিয়ান-ফরাসী বিজ্ঞানী মৌঙ্গি জি বাভেন্ডি, মার্কিন বিজ্ঞানী লুই ই. ব্রুস এবং রুশ বিজ্ঞানী আলেক্সি আই. একিমভকে। বস্তুত, ন্যানো পার্টিকেলগুলি এত ক্ষুদ্র যে তাদের আকারই তাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে। রসায়নে নোবেল পুরস্কার দেয় রয়্যাল সুইডিশ আকাদেমি। আকাদেমির জুরিরা বলেছেন, “ন্যানোটেকনোলজির এই ক্ষুদ্রতম উপাদানগুলি এখন টেলিভিশন থেকে শুরু করে এলইডি ল্যাম্পে তাদের আলো ছড়িয়ে দেয় এবং অন্যান্য অনেক কিছুর মধ্যে টিউমার টিস্যু অপসারণের সময় সার্জনদের গাইডও করতে পারে।”

গত শতাব্দীর আটের দশকের শুরুতে, আলাদা আলাদাভাবে আলেক্সি একিমভ এবং লুইস ব্রুস কো.য়ান্টাম ডটস তৈরিতে সফল হয়েছিলেন। একিমভ রঙিন কাঁচে আকার-নির্ভর কোয়ান্টাম প্রভাব তৈরি করেছিলেন। একই সময়ে
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে লুই ব্রুস বিশ্বের প্রথম বিজ্ঞানী হিসেবে তরল পদার্থে অবাধে ভাসমান কণায় আকার-নির্ভর কোয়ান্টাম প্রভাবের প্রমাণ দিয়েছিলেন। অন্যদিকে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মৌঙ্গি জি বাভেন্ডি কোয়ান্টাম ডটগুলির রাসায়নিক উত্পাদনে বিপ্লব ঘটিয়ে ছিলেন।


বর্তমানে ডিসপ্লে টেকনোলজিতেই কোয়ান্টাম ডটসের ব্যবহার সবথেকে বেশি দেখা যায়। টেলিভিশন স্ক্রিনে এখন যে উচ্চমানের ছবি দেখা যায়, তা এই কোয়ান্টাম ডটসেরই ম্যাজিক। কোয়ান্টাম ডটসের আকার নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট রঙ তৈরি করা যায়। কোয়ান্টাম ডটসের আরও এক বড় ব্যবহার দেখা যায় চিকিৎসা ক্ষেত্রে। কোয়ান্টাম ডটসগুলির আলো বিচ্ছুরণের অনন্য ক্ষমতা রয়েছে। ফলে, বায়োলজিক্যাল টিস্যুগুলি আলোকিত করার এক নতুন দিগন্ত খুলে গিয়েছে। সার্জনরা এখন সার্জারির সময় কোয়ান্টাম ডটস ব্যবহার করে টিউমার টিস্যুগুলিকে আলোকিত করে নেন। ফলে ক্যানসার কোষগুলি আরও নিখুঁতভাবে অপসারণ করা যায়।

Next Article