সিওল: দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে আমেরিকার সেনা। গত ৬ বছরে এত বড় যৌথ মহড়া হয়নি এই দুই দেশের। কিন্তু এই পরিস্থিতিতে একাধিক মিসাইল পরীক্ষা করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনা প্রথমে জানিয়েছিল একাধিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লি জং সুপ সে দেশের সংসদে জানান চারটি মিসাইল পরীক্ষা করা হয়েছে। এমনকি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইসল পরীক্ষা উত্তর কোরিয়া সফল ভাবে করেছে। এবং মিসাইলে উন্নতি করেছে বলেও জানিয়েছেন দক্ষিণ কোরীয় মন্ত্রী।
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সেনা মহড়াকে যোগ্য জবাব দিতেই পিয়ংইয়ংয়ের এই মিসাইল পরীক্ষা বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “আমাদের মনে হয় না যে উত্তর কোরিয়া সম্প্রতি যাকে কৌশলগত নির্দেশিত অস্ত্র বলেছে তাতে তারা এখনও মাউন্ট করতে প্রস্তুত, তবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্ভাবনার দিকে নজর দিচ্ছি।”
জানা গিয়েছে, শর্ট রেঞ্জের মিসাইল পরীক্ষার তিন দিন পরই এই ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। সে দেশের হ্যামইয়ং প্রদেশ থেকে ছোড়া হয়েছে এই মিসাইল। সেখানকার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে তা উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কিম জং উনের দেশ। পিয়ংইয়ং জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার উপর হামলা করতেই এই মহড়া চালাচ্ছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। যদিও এই দুই দেশ সেই অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের মহড়া ডিফেন্সিভ। এই মিসাইল পরীক্ষার পর কড়া হুঁশিয়ারি এসেছে আমেরিকার তরফেও। উত্তর কোরিয়াকে ভবিষ্যতে এই ধরনের মিসাইল পরীক্ষা থেকে বিরত থাকতে বলেছে আমেরিকা।