Morbi Bridge Collapse: মোরবি সেতু বিপর্যয়ে শোক প্রকাশ বাইডেনের, আশ্বাস ভারতের পাশে থাকার

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 01, 2022 | 12:04 PM

Morbi Bridge Collapse: গুজরাটের সেতু বিপর্যয়ে প্রাণ গিয়েছে শতাধিক। এই ঘটনায় সোমবার শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Morbi Bridge Collapse: মোরবি সেতু বিপর্যয়ে শোক প্রকাশ বাইডেনের, আশ্বাস ভারতের পাশে থাকার
গ্রাফিক্স : টিভি৯ বাংলা

Follow Us

ওয়াশিংটন: রবিবার সন্ধেয় মোরবিতে মাচ্ছু নদীর উপর ভেঙে পড়েছে ব্রিটিশ জমানার ঝুলন্ত কেবল সেতু (Morbi Bridge Collapse)। ১৫০ বছরের পুরনো এই সেতুর দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্য়া ১৪১। শতাধিক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) নিজের গতকাল একাধিকবার এই ঘটনার প্রসঙ্গ তুলে সমবেদনা প্রকাশ করেছেন। গোটা দেশ এই বিপর্যয়ের ছবি দেখে স্তম্ভিত। এই ঘটনার প্রতিঘাত দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছেছে। বিশ্বের একাধিক রাষ্ট্রনেতারা সমবেদনা প্রকাশ করেছেন এই ঘটনায়। মার্কিন প্রেসিডেন্ট টুইট করে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

জো বাইডেন টুইটে লিখেছেন, ‘জিল ও আমি ভারতে সেতু বিপর্যয়ে যাঁরা নিজের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং গুজরাটের জনগণের শোকে সমব্যথী। আমরা ভারতীয় জনগণের পাশে রয়েছি এবং তাঁদের সমর্থন করে যাব।’ তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত অপরিহার্য অংশীদার। তার সঙ্গে মার্কিন নাগরিক ও ভারতীয় নাগরিকদের মধ্যেও গভীর বন্ধন রয়েছে। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে রয়েছি।’

জো বাইডেন ছাড়াও বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা গুজরাটের এই ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন। সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইজরায়েলের প্রধানমন্ত্রী ইয়ের ল্যাপিড, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সহ একাধিক বিশ্বনেতা। এদিকে এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় সরকার।

Next Article