Bangla News World Nyege Nyege music festival in Uganda, infamous for drug, physical relation
Uganda: প্রকৃতির কোলে অবাধ ‘যৌনতা, সমকাম, মাদক ও গান-বাজনা’, গোটা বিশ্ব আসছে উগান্ডায়, দেখুন
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী
Sep 20, 2022 | 10:21 AM
Nyege Nyege music festival in Uganda: উগান্ডার কুখ্যাত 'নিয়েগে নিয়েগে' মিউজিক ফেস্টিভ্যালকে "অনৈতিক" বলে নিষিদ্ধ করতে চেয়েছিল সরকার। অভিযোগ উদ্দাম "যৌনতা, সমকামিতা এবং মাদক ব্যবহারের"। কিন্তু, এর ফল হয়েছে উল্টো।
1 / 10
নীল নদের ধারে, সবুজে ঘেরা জলপ্রপাত। সেখানেই চার দিন ধরে চলে উদ্দাম "যৌনতা, সমকামিতা এবং মাদক ব্যবহার"। উগান্ডায় এক সঙ্গীত উৎসবের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে।
2 / 10
কুখ্যাত 'নিয়েগে নিয়েগে' মিউজিক ফেস্টিভ্যালকে "অনৈতিক" বলে নিষিদ্ধ করতে চেয়েছিল উগান্ডা সরকার। তথ্যমন্ত্রী ক্রিস বারিওমুন্সি বলেছিলেন "যৌন অর্জি এবং নগ্নতা"-র মতো নিষেধাজ্ঞাগুলি লঙ্ঘন করা হলে উৎসবটি বন্ধ করে দেওয়া হবে।
3 / 10
কিন্তু, এর ফল হয়েছে উল্টো। গোটা বিশ্বেই এখন উৎসবটি সম্পর্কে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে। উৎসবটি বন্ধ তো হয়ইনি, বরং আরও বেশি সংখ্যক মানুষ এতে যোগ দিয়েছেন।
4 / 10
আয়োজকদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, যৌনতা, মাদক এবং রক অ্যান্ড রোলের টানে শুধু আফ্রিকা থেকেই ১২,০০০ মানুষ এই চার দিনের সঙ্গীত উৎসবে যোগ দিয়েছেন। আর তাদের সঙ্গে পা মিলিয়েছেন ৫০০০ বিদেশী পর্যটকও।
5 / 10
স্থানীয় লুগান্ডা ভাষায় নিয়েগে নিয়েগে কথার অর্থ "নাচের অপ্রতিরোধ্য তাগিদ"। তবে উগান্ডার অন্যান্য ভাষায় এই শব্দবন্ধের অর্থের সঙ্গে অনেক বেশি করে জড়িয়ে আছে যৌনতা।
6 / 10
উৎসবটির সহ-প্রতিষ্ঠাতা আর্লেন ডিলজানিয়ান বলেছেন "এখানে যৌন অর্জি চলে এমন অভিযোগ কেউ করেনি। তারপরও উত্সবটির একটি কুখ্যাতি তৈরি হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি উৎসবের উপর কড়া নজর রাখে।
7 / 10
সরকারের পক্ষ থেকে এই উৎসবে অনৈতিকতার চর্চা করার অভিযোগ উঠলেও, অংশগ্রহণকারীদের মতে এই উৎসব, সমস্ত দুশ্চিন্তা, দুঃখ থেকে তাদের মুক্তি দেয়। তারা জানিয়েছেন, সমগ্র আফ্রিকা এবং তার বাইরে থেকে আসা মানুষদের সঙ্গে সাক্ষাৎ হয়, তারা একসঙ্গে মজা করে, নাচে - এভাবেই সমস্ত মানসিক চাপ চলে যায়।
8 / 10
প্রসঙ্গত এর আগেও, ২০১৮ সালে, অনৈতিকতার অভিযোগে এই উত্সব বন্ধ করতে চেয়েছিল উগান্ডা সরকার। প্রাক্তন নৈতিকতা মন্ত্রী সাইমন লোকোডো অনুষ্ঠানটিকে "সমকামিতা, নগ্নতা এবং মাদকদ্রব্য সহযোগে বেলেল্লাপনা" বলেছিলেন। সেইবারের মতো এবারও সোশ্যাল মিডিয়ায় দেশের জনগণের তীব্র প্রতিবাদের মুখে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে সরকার।
9 / 10
তবে, এবারের নিষেধাজ্ঞাটি উত্সবটির প্রচারের দুর্দান্তভাবে সাহায্য করেছে। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী বহু মানুষ স্রেফ সরকারি নিষেধাজ্ঞা জারির পরই অনুষ্ঠানটি সম্পর্কে জানতে পেরেছিলেন। আর তারপর, এই বছর সেই উৎসবে যোগ দিতে চলে এসেছেন। আর্লেন ডিলজানিয়ান এএফপিকে বলেছেন, "এত বেশি সংখ্যক মানুষ আমাদের উৎসবে যোগ দেবেন, আমরা কখনও প্রত্যাশা করিনি।"
10 / 10
উগান্ডায় এই সাফল্য পাওয়ার পর, এখন এই 'কুখ্যাত' উৎসব বিশ্বজনীন হয়ে উঠতে চলেছে। চলতি বছরের শুরুতে ফ্রান্সের প্যারিসে নিয়েগে নিয়েগের প্রথম আন্তর্জাতিক সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। পরের বছর আন্তর্জাতিক নিয়েগে নিয়েগে উৎসব হতে চলেছে ক্যামেরুনে।