Imran Khan: ‘আটা ১০০ টাকা প্রতি লিটার!’ কেন এমন বললেন ইমরান খান?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 20, 2022 | 9:39 AM

viral video:

Imran Khan: আটা ১০০ টাকা প্রতি লিটার! কেন এমন বললেন ইমরান খান?
ফাইল ছবি।

Follow Us

ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক (Captain Of Pakistan Cricket Team) হিসেবে গোটা বিশ্বে তাঁর পরিচিতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের (Imran Khan) পরিচয় আরও বেড়েছে। কয়েকমাস আগেই অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাঁকে প্রধানমন্ত্রীর গদি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। রাজনীতিবিদ হিসেবে ক্ষমতাচ্যুত হওয়ার পরও তিনি গোটা বিশ্বের নজরে থেকেছেন। কখনও তাঁর রাজনৈতিক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কখনও আবার তাঁর করা মন্তব্য হেসেই খুন হয়েছেন অনেকে। সম্প্রতি মুখ ফস্কে ইমরান খান এমন কথা বলে ফেলেছেন, যা নিয়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

আটার দাম নিয়ে কথা বলতে গিয়ে পরিমাপের একক ভুল করে ফেলেছেন ইমরান খান। তরল কোনও বস্তু পরিমাপের ক্ষেত্রে লিটার একক ব্যবহার করা হয়, সেখানেই ‘সামান্য’ ভুল হয়ে গিয়েছে ইমরানের। আর তাঁর মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকে নেটমাধ্যমে হাসির রোল উঠতে শুরু করেছে। মূল্যবৃদ্ধি ইস্যুতে শেহবাজ শরিফ সরকারকে নিশানা করে তিনি বলেন, “আটার দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। আগে প্রতি কেজি আটার দাম ছিল ৫০ টাকা, আর এখন করাচিতে সেই আটা প্রতি লিটর ১০০ টাকা কেজি দরে বিকোচ্ছে।” ইমরানের দাবি, তাঁর উত্তরসূরি শেহবাজ শরিফ কঠিন আর্থিক পরিস্থিতি মোকাবিলা করার পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেও ব্যর্থ। গত সপ্তাহেই ইমরান এই মন্তব্য করেছিলেন, তারপর থেকে এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

তবে এই প্রথম নয়, আগেও বেফাঁস মন্তব্য করতে শোনা গিয়েছে। চলতি বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি রাশিয়া গিয়েছিলেন। ঠিক সেই সময়ই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল। মস্কো পৌঁছে ইমরান বলেছিলেন, ‘কী দুর্দান্ত সময়ে আমি এখানে এসেছি, খুব উত্তেজিত মনে হচ্ছে।’ ইমরানের এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। ওসামা বিন লাদেনকে নিয়ে মন্তব্য করেও বিতর্ক তৈরি করেছিলেন ইমরান খান। মার্কিন হানা অ্যাবোটাবাদে লাদেনের মৃত্যু প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আমি কখনও ভুলব না কীভাবে পাকিস্তানিদের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল যখন আমেরিকানরা অ্যাবোটাবাদে এসে ওসামা বিন লাদেনকে হত্যা করে তাঁকে শহিদ করেছিলেন।”

Next Article