সর্বনাশ! শেষে কি না খোঁজ মিলল ‘আন্ডার গ্রাউন্ড ওয়ার্ল্ড’ এর! সম্প্রতি, মিররে প্রকাশিত একটি সংবাদ অনুযায়ী, ভূগর্ভস্থ দুনিয়ার খোঁজ পেয়েছেন বলে দাবি করেছেন এক ব্যক্তি। প্রমাণ হিসাবে, তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তাঁর বাড়ির বাগানে একটি কূপ নাকি সেই আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড যাওয়ার গুপ্তপথ। সেখানে দেখা যাচ্ছে, কাঠের সিঁড়ি ধাপে ধাপে নেমে গিয়েছে আলো-আঁধারির সেই কুয়োটির ভিতরে।
ভিডিয়োটি শেয়ার করা ব্যক্তির নাম ডেভ বিলিংস। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। বিলিংস বলছেন, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি সেনা ক্যাম্পে থাকেন। সেখানে তাঁর বাড়ির বাগানে একটি কুয়ো রয়েছে। ভিতরে নামার জন্য একটি কাঠের সিঁড়িও রয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিলিংস সেই সিঁড়ি দিয়ে নামছেন। ভিতরে ঢুকতেই দেখা যাচ্ছে, সেখানে রয়েছে একটি বাঙ্কার। গভীরতায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তিনি দেখান, সেখানে একটি পুরনো বাঙ্কার তো ছিলই, এবং সেখানে নতুন কিছু তৈরি হচ্ছে। অন্যপাশ থেকে বেরিয়ে আসার পর দেখা যাচ্ছে। এটা কি ভূগর্ভস্থ দুনিয়া থেকে বেরিয়ে আসার রাস্তা?
এ দিকে, ‘আন্ডারগ্রাউন্ড জগৎ’ দেখার পর থেকেই প্রচুর মন্তব্য (কমেন্টস) করতে শুরু করে ভিডিয়োটিতে। অনেক ব্যবহারকারী লিখেছেন , ‘আপনাকে প্রবেশ করতে দেখে খুব অস্থির লাগছে।’ কেউ বলছেন, ‘আপনি সত্যিই সাহসী, যে এখানে যাচ্ছেন।’