Operation Brahma: মায়ানমারে অস্থায়ী হাসপাতাল তৈরি করছে সেনা, অপারেশন ব্রহ্মা-র অন্দরে কী কী কর্মযজ্ঞ চলছে?
Myanmar Earthquake: প্রথম বিমানেই ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত অভয় ঠাকুর ইয়াঙ্গনের মুখ্যমন্ত্রীর হাতে কম্বল, শুকনো খাবার, তাঁবু ও জরুরি ওষুধপত্র তুলে দিয়েছেন।

নয়া দিল্লি: বিপদের দিনে মায়ানমারের পাশে দাঁড়াল ভারত। শক্তিশালী ভূমিকম্পে মায়ানমার তছনছ হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ২৫০০-রও বেশি। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন সংস্থা। এই পরিস্থিতিতে ভারত মায়ানমারের পাশে দাঁড়িয়েছে। শুরু করেছে অপারেশন ব্রহ্মা।
শুক্রবার শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্প হয় মায়ানমারে। কয়েক মিনিট পরই ৬.৪ মাত্রার ভূমিকম্প হয় ফের। এর জেরে দেশজুড়েই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শতাধিক বাড়ি ভেঙে পড়েছে। মাটির নীচে চাপা পড়ে রয়েছে বহু মানুষ। ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে মৃতদেহ।
শনিবারই ভারতের তরফে দুটি জাহাজ পাঠানো হয়েছে। মায়ানমারে তৈরি হয়েছে অস্থায়ী আর্মি ফিল্ড হাসপাতাল। ১১৮ জন মেডিক্যাল আধিকারিক-কর্মীদের পাঠানো হয়েছে শুশ্রষার জন্য। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জাহাজে করে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই দুটি জাহাজ পাঠানো হয়েছে। আরও দুটি জাহাজ পাঠানো হবে। প্রথম জাহাজে ১০ টন ত্রাণসামগ্রী রয়েছে। দ্বিতীয় জাহাজে ৩০ টন ত্রাণ রয়েছে। ৩১ মার্চের মধ্যে আইএনএস সতপুরা ও আইএনএস সাবিত্রী-দুটি জাহাজ ইয়াঙ্গন পৌঁছে যাওয়ার কথা।
বায়ুসেনার তরফেও ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম বিমানেই ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত অভয় ঠাকুর ইয়াঙ্গনের মুখ্যমন্ত্রীর হাতে কম্বল, শুকনো খাবার, তাঁবু ও জরুরি ওষুধপত্র তুলে দিয়েছেন।
ভারতীয় সেনার শত্রুজিৎ ব্রিগেডের ১১৮ সদস্যের মেডিক্যাল টিম ইতিমধ্যেই মায়ানমার পৌঁছে গিয়েছে চিকিৎসা ও অস্ত্রোপচারের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। তারা মান্দালয়ে ৬০ শয্যার ক্যাম্প তৈরি করবেন ইমার্জেন্সি অস্ত্রোপচার, ট্রমা কেস ও সাধারণ চিকিৎসার জন্য। এছাড়া এনডিআরএফের তরফেও ৮০ সদস্যের টিম পাঠানো হয়েছে উদ্ধারকাজে সাহায্যের জন্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই মায়ানমার জুন্তা বাহিনীর জেনারেল মিন আঙ্গ হিলাইংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।





