Orgasmic Meditation: লগ্নি পেতে কর্মীদের যৌনতায় বাধ্য করতেন ‘অর্গাজম প্রিয়’ মহিলা বস

Feb 05, 2024 | 9:00 AM

বিশেষ ধরনের এই মেডিটেশন নিয়ে বেশ আগ্রহ তৈরি হয় সকলের মধ্যে। মেডিটেশনের মাধ্যমে অর্গাজম পাওয়ার সুখানুভূতির জন্য প্রচুর মানুষ দ্বারস্থ হতেন ওয়ানটেস্টের। নিকোলেও অল্প দিনেই জনপ্রিয় হয়ে যান। কিন্তু তার পর থেকেই একের পর এক অভিযোগ উঠতে থাকে ওয়ানটেস্টের প্রাক্তন সিইও নিকোলের বিরুদ্ধে।

Orgasmic Meditation: লগ্নি পেতে কর্মীদের যৌনতায় বাধ্য করতেন ‘অর্গাজম প্রিয়’ মহিলা বস
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

নিউইয়র্ক: বেশ কয়েক বছর আগে আমেরিকায় গড়ে উঠেছিল একটি সংস্থা। ‘ওয়ানটেস্ট’ নামের সেই সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন নিকোলে দায়েডোন নামের এক মহিলা। অল্প কয়েক বছরের মধ্যেই মার্কিন মুলুকে সাড়া ফেলে দিয়েছিল ওয়ানটেস্ট। কারণ ‘অর্গাজমিক মেডিটেশন’। বিশেষ ধরনের এই মেডিটেশন নিয়ে বেশ আগ্রহ তৈরি হয় সকলের মধ্যে। মেডিটেশনের মাধ্যমে অর্গাজম পাওয়ার সুখানুভূতির জন্য প্রচুর মানুষ দ্বারস্থ হতেন ওয়ানটেস্টের। নিকোলেও অল্প দিনেই জনপ্রিয় হয়ে যান। কিন্তু তার পর থেকেই একের পর এক অভিযোগ উঠতে থাকে ওয়ানটেস্টের প্রাক্তন সিইও নিকোলের বিরুদ্ধে। এই সব অভিযোগ ওঠার মাস ছয়েক পরে আদালতে উঠতে হল নিকোলেকে।

সংস্থা পরিচালনা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে নিকোলের বিরুদ্ধে। সেই সব অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থার কর্মীদের যৌনতায় বাধ্য করার অভিযোগ রয়েছে নিকোলের বিরুদ্ধে। সংস্থার কর্মীদের যৌনতায় নামানোর জন্য গ্রুমিংও নাকি করতেন নিকোলে। ওয়ানটেস্টের লগ্নিকারী, গ্রাহকদের ধরে রাখার জন্য কর্মীদের যৌনতা করতে বাধ্য করা হত বলে অভিযোগ। কর্মীদের একাংশের অভিযোগ, অর্গাজমিক মেডিকেশন পরবর্তীতে কেবলই অর্গাজমে পরিণত হয়েছিল। নিকোলে নিজেও ‘অর্গাজম পাগল’ ছিলেন বলে অভিযোগ ওঠে।

এই সব নিয়েই অভিযোগ দায়ের হয়েছিল। ততদিনে ওয়ানটেস্ট সংস্থাও গুটিয়ে গিয়েছে। নিকোলের সংস্থার অপর উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। এই সব অভিযোগ প্রমাণিত হলে ২০ পর্যন্ত জেল পারে নিকোলের।

Next Article