Pakistan PM: পাক প্রধানমন্ত্রীর এমন কাণ্ড দেখে হেসে ফেললেন পুতিন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 16, 2022 | 2:07 PM

Vladimir Putin: বৃহস্পতিবার উজবেকিস্তানে পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট।

Pakistan PM: পাক প্রধানমন্ত্রীর এমন কাণ্ড দেখে হেসে ফেললেন পুতিন
বৈঠকে পুতিন-শরিফ

Follow Us

সমরখন্দ: উজবেকিস্তানের সমরখন্দে শুরু হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) বৈঠক। ভারত, পাকিস্তান, রাশিয়া-সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছেন সেই সম্মেলনে। সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল পাকিস্তান ও রাশিয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি বৈঠক করেছেন। সেই বৈঠকের সময়ই শাহবাজ শরিফের কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি পুতিন। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তা ঘিরে নিজের দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাক প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার উজবেকিস্তানে পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট। ২ জনের কথা চলার সময় শরিফের কান থেকে হেডফোন খুলে পড়ে যায়। সেই হেডফোন কানে লাগাতে গিয়েই নাজেহাল অবস্থা হয় পাক প্রধানমন্ত্রীর। ভিডিয়োয় দেখা যাচ্ছ, ডানকানে হেডফোন লাগানোর চেষ্টা করছেন শাহবাজ শরিফ। কিন্তু যতবাই চেষ্টা করছেন। তা খুলে পড়ে যাচ্ছে। কিছুতেই নিজে হেডফোন লাগাতে পারেননি তিনি। সে সময় সামনে বসে শরিফের দিকেই তাকিয়ে ছিলেন পুতিন। হেডফোন লাগানোর ব্যর্থচেষ্টা দেখে হেসে ফেলেন তিনি। পুতিনের হাসির আওয়াজও শোনা গিয়েছে ভিডিয়োয়। যা নিয়ে অস্বস্তি বাড়ে পাক প্রধানমন্ত্রী শরিফের। নিজে হেডফোন লাগাতে না পেরে সাহায্য চান শরিফ। তখন এক ব্যক্তি এসে শরিফকে হেডফোন লাগাতে সাহায্য করেন।

 

এই ভিডিয়ো শেয়ার করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেই ভিডিয়ো শেয়ার করে পিটিআই দাবি করেছে, প্রধানমন্ত্রীর জন্য অস্বস্তিতে পড়েছে দেশ। এর পাশাপাশি এসসিও সম্মেলনের অপর একটি ছবিও শেয়ার করেছে পাকিস্তানের অপর বিরোধীদলের নেতা কাসিম খান সুরি। সেখানে দেখা যাচ্ছে, শরিফের সঙ্গে থাকা অন্য প্রতিনিধিরা বৈঠকের সময় বসে রয়েছেন। তা নিয়েই তোপ দেগেছে ওই বিরোধী দল।

 

যদিও শরিফ টুইট করে জানিয়েছেন, সমরখন্দে খুব কাজের দিন কেটেছে। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। শাহবাজ শরিফের সঙ্গে ওই সম্মেলনে যোগ দিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, অর্থ মন্ত্রী মিফতাহ ইলামাইল এবং প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ।

Next Article