ইসলামাবাদ: ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো প্রস্তুতি ছিল না পাকিস্তানের সেনার। এক সাক্ষাৎকারে এ রকমই বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠা লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন তিনি। কিন্তু ভারতের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার সুযোগ থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না বলে মনে করেন ইমরান। আটলান্টিক কাউন্সিলকে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান। সেই সাক্ষাৎকার তিনি দাবি করেছেন, পাক সেনা জেনারাল প্রায়শই তাঁকে বলতেন, ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো প্রস্তুতি নেই পাকিস্তানের।
এই সাক্ষাৎকারে ইমরানের মুখে উঠে এসেছিল কাশ্মীরের প্রসঙ্গও। ২০১৯ সালে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাখ্যান করলেও শান্তি প্রতিষ্ঠার সুযোগ ছিল বলে মনে করেন ইমরান। ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার চেষ্টাও করেছিলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে পাকিস্তানে আয়োজনের ইচ্ছা থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে দাবি করেছেন ইমরান।
ব্রিটিশ রাজত্বের অবসানের পর ভারত ভেঙে তৈরি হয় পাকিস্তান। এর পর থেকেই কাশ্মীরের দখল নিয়েই বিবাদ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের। অতীতে বেশ কয়েক বার যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। সে সব যুদ্ধে জয় হাসিল করেছে ভারতই। অন্য দিকে গদিচ্যুত হওয়ার পর থেকেই পাক রাজনীতিতে কোণঠাসা ইমরান। তাঁর গ্রেফতারি নিয়ে সম্প্রতি উত্তাল হয় পাকিস্তান। সাম্প্রতিক অতীতে পাকিস্তানের বিভিন্ন দুর্বলতা নিয়ে মন্তব্য করেছেন ইমরান। সমালোচনা করেছেন সে দেশের বর্তমান সরকারের। এর মধ্যেই নতুন সংযোজন হল ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের প্রসঙ্গ।