Shah Mahmood Qureshi : ইমরান-ঘনিষ্ঠ পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী গ্রেফতার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 19, 2023 | 8:55 PM

PTI: শাহ মহম্মদ কুরেশিকে বেআইনিভাবে গ্রেফতার করেছে বলে অভিযোগ PTI-এর। তাঁকে গ্রেফতার করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসেছিল বলেও দলের তরফে জানানো হয়েছে।

Shah Mahmood Qureshi : ইমরান-ঘনিষ্ঠ পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী গ্রেফতার
পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি গ্রেফতার। ফাইল ছবি।
Image Credit source: ANI

Follow Us

ইসলামাবাদ: পাকিস্তানে সাধারণ নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ইমরান খানের পর আরও এক প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করল পাক পুলিশ। এবার গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা PTI নেতা শাহ মহম্মদ কুরেশি। শনিবার ইসলামাবাদ থেকেই তাঁকে (Shah Mahmood Qureshi ) গ্রেফতার করা হয়। ইমরান খানের পর মহম্মদ কুরেশির গ্রেফতারিতে পিটিআই আরও খানিক কোণঠাসা হল বলে দাবি রাজনৈতিক মহলের।

একসময়ের ইমরান খান-ঘনিষ্ঠ নেতা ছিলেন শাহ মহম্মদ কুরেশি। বর্তমানে তিনি পিটিআই-এর ভাইস চেয়ারম্যান ছিলেন। এদিন ইসলামাবাদে কুরেশির বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পাক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA)। যদিও ঠিক কী কারণে তাঁকে গ্রেফতার করা হল, তা এফআইএ স্পষ্ট করেনি। তবে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে কুরেশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ রয়েছে। তার প্রেক্ষিতেই এদিন কুরেশিকে গ্রেফতার করা হতে পারে বলে সূত্রের খবর।

যদিও শাহ মহম্মদ কুরেশিকে বেআইনিভাবে গ্রেফতার করেছে বলে অভিযোগ PTI-এর। তাঁকে গ্রেফতার করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসেছিল বলেও দলের তরফে জানানো হয়েছে। আবার কুরেশির গ্রেফতারির তীব্র নিন্দা করে টুইট করেছেন পিটিআই-এর সাধারণ সম্পাদক ওমর আয়ুব খান। টুইটারে তিনি জানান, শাহ মহম্মদ কুরেশি সাংবাদিক সম্মেলন করে বাড়িতে যাওয়ার ২৫ মিনিট পরই তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আনোয়ার-উল-হক কক্করের সরকারকে ‘ফ্যাসিস্ট সরকার’ বলে কটাক্ষ করে আয়ুব খান লিখেছেন, “কেয়াটেকার সরকার তাঁর পূর্বসূরীর সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।”

প্রসঙ্গত, এর আগে মে মাসে ইমরান খান গ্রেফতার হওয়ার পরই গ্রেফতার হয়েছিলেন শাহ মহম্মদ কুরেশি। সেবার মধ্যরাতে কুরেশিকে গ্রেফতার করা হয় এবং তাঁকে অপহরণ করা হয়েছে বলে শেহবাজ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল পিটিআই। পরে অবশ্য ছাড়া পেয়ে যান তিনি।

Next Article