Parvez Musharraf: অন্তিম শয্যায় পারভেজ মুশারফ, জানিয়ে দিলেন জীবনের শেষ ইচ্ছার কথাও…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 16, 2022 | 8:20 AM

Parvez Musharraf: বিগত তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন পারভেজ মুশারফ। ৭৮ বছর বয়সী প্রাক্তন পাক সেনা প্রধানের শারীরিক অবস্থা সঙ্কটজনক।

Parvez Musharraf: অন্তিম শয্যায় পারভেজ মুশারফ, জানিয়ে দিলেন জীবনের শেষ ইচ্ছার কথাও...
পারভেজ মুশারফ। ছবি: টুইটার

Follow Us

ইসলামাবাদ: গুরুতর অসুস্থ পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। সম্প্রতিই তাঁর মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়েছিল। তবে তাঁর পরিবারের তরফে জানানো হয় যে অসুস্থ হলেও , জীবিত রয়েছেন তিনি। এবার মুশারফের শেষ ইচ্ছার কথাও জানা গেল। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জীবনের শেষ দিনগুলি নিজের জন্মভূমিতেই কাটাতে চান স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া পাক নেতা।

২০১৬ সাল থেকেই দুবাইয়ে রয়েছেন পারভেজ মুশারফ। দ্য এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্রের তথ্য অনুযায়ী, প্রাক্তন প্রেসিডেন্ট যথা সম্ভব দ্রুত পাকিস্তানে ফিরে আসতে চান। মুশারফের ঘনিষ্ঠ ব্যক্তিরা পাক প্রশাসনের সঙ্গে এই বিষয়ে কথাবার্তাও শুরু করেছেন। প্রাক্তন প্রেসিডেন্টের দেশে ফেরার ক্ষেত্রে যাতে কোনও বাধার সম্মুখীন না হতে হয়, তার জন্য যথাযথ ব্যবস্থাও নিচ্ছেন তারা।

উল্লেখ্য, বিগত তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন পারভেজ মুশারফ। ৭৮ বছর বয়সী প্রাক্তন পাক সেনা প্রধানের শারীরিক অবস্থা সঙ্কটজনক। শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ছে। বেশিদিন হয়তো আর সময় নেই তাঁর কাছে। সেই কারণেই জীবনের শেষ দিনগুলি পাকিস্তানে কাটাতে চাইছেন তিনি।

তবে তিনি কবে পাকিস্তানে ফিরবেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। যদি তিনি পাকিস্তানে ফেরেন, তবে দুবাইয়ের ওই হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে আনা হবে। পাক প্রশাসনের তরফেও যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে বলেই জানা গিয়েছে।

গত সপ্তাহেই মুশারফের পরিবারের তরফে টুইট বার্তায় জানানো হয়েছিল, ভেন্টিলেশনে না থাকলেও বিগত তিন সপ্তাহ ধরে অ্যামিলোইডোসিস-র সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পারভেজ মুশারফ। তাঁর এই রোগ এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সুস্থ হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে অঙ্গপ্রত্য়ঙ্গও বিকল হয়ে যাচ্ছে। তাঁর সুস্থতার জন্য সকলকে ঈশ্বরের কাছে প্রার্থনা করার অনুরোধও জানান পরিবারের সদস্যরা।

২০১৬ সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাস করছেন মুশারফ। রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত মুশারফ চিকিৎসা করাতেই জামিনে মুক্তি পেয়েছিলেন।

Next Article