Pakistan: প্রাক্তন গোয়েন্দা প্রধানকে দুর্নীতি দমন শাখার মাথায় বসাল পাক সরকার

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 22, 2022 | 2:47 PM

Anti Corruption Cell: পাকিস্তান পুলিশ সার্ভিসের অফিসার হিসেবে কর্মজীবন শুরু করার পর চাকরিতে সর্বোচ্চ ২২ তম গ্রেডের পৌঁছেছিলেন সুলতান।

Pakistan: প্রাক্তন গোয়েন্দা প্রধানকে দুর্নীতি দমন শাখার মাথায় বসাল পাক সরকার
ছবি: ফাইল চিত্র

Follow Us

ইসলামবাদ: বৃহস্পতিবার প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরো প্রধান (Intelligence Bureau) আফতাব সুলতানকে দুর্নীতি দমন শাখার প্রধান হিসেবে নিয়োগ করেছে পাকিস্তানের শাহবাজ শরিফের সরকার। ২ জুন অবসরপ্রাপ্ত বিচারপতি জাভেব ইকবাল দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো প্রধানের দায়িত্বও পালন করবেন সুলতান। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এনএবির চেয়ারম্যান হিসেবে আফতাব সুলতানকে নিয়োগ করতে পেরে পাকিস্তান সরকার অত্যন্ত আনন্দিত। জাতীয় সংসদে শাসক ও বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনার পর সুলতানকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তিন বছরের জন্য তাঁকে নিয়োগ করা হবে এবং তাঁর দায়িত্বের মেয়াদ বাড়ানো হবে না।” অন্তর্বর্তী মন্ত্রী রানা সানাউল্লাহ টুইট করে জানিয়েছেন, ফেডারেল ক্যাবিনেটের অনুমোদনের পরই সুলতানকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তান পুলিশ সার্ভিসের অফিসার হিসেবে কর্মজীবন শুরু করার পর চাকরিতে সর্বোচ্চ ২২ তম গ্রেডের পৌঁছেছিলেন সুলতান। জুন ২০১৩ থেকে শুরু করে এপ্রিল ২০১৮ অবধি পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবে তিনি দায়িত্বভার পালন করেছেন। সেই পদ থেকে অবসর নিয়েছিলেন সুলতান। এনএবির চেয়ারম্যানের যে দায়িত্ব তাঁকে সরকার দিয়েছে, তা অত্যন্ত চ্যালেঞ্জের বলেই মনে করছে পাকিস্তানের সংশ্লিষ্ট মহল। কারণ এনএবির প্রাক্তন প্রধানের সময় সংস্থার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে গোটা দেশে বিতর্ক তৈরি হয়েছিল। দুর্নীতি দমন শাখার বেশ কিছু পদক্ষেপ নিয়ে পাকিস্তানের সাধারণ মানুষের মনে প্রশ্ন দানা বেঁধেছিল। এখন এই স্বশাসিত সংস্থার ওপর সাধারণের দায়িত্ব ফিরিয়ে আনাও সুলতানের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Next Article