Zoo: বাঘের খাঁচার ভিতর মানুষের দেহ, বন্ধ করে দেওয়া হল চিড়িয়াখানা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 07, 2023 | 10:06 PM

Pakistan Zoo: বাঘের খাঁচায় মিলল মানুষের মৃতদেহ। খবরটি প্রকাশ্যে আসতেই দর্শকদের জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে চিড়িয়াখানাটি। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পাকিস্তানে (Pakistan) একটি চিড়িয়াখানায়। বাঘের খাঁচাটি পরিষ্কার করার সময় মানুষের মৃতদেহটি দেখতে পাওয়া গিয়েছে।

Zoo: বাঘের খাঁচার ভিতর মানুষের দেহ, বন্ধ করে দেওয়া হল চিড়িয়াখানা
প্রতীকী ছবি।
Image Credit source: AP

Follow Us

করাচি: বাঘের খাঁচায় (Tiger cage) মিলল মানুষের মৃতদেহ। খবরটি প্রকাশ্যে আসতেই দর্শকদের জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে চিড়িয়াখানাটি। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পাকিস্তানে (Pakistan) একটি চিড়িয়াখানায় (Zoo)। বাঘের খাঁচাটি পরিষ্কার করার সময় মানুষের মৃতদেহটি দেখতে পাওয়া গিয়েছে। মৃত ওই ব্যক্তি চিড়িয়াখানার কর্মী নন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাহলে কীভাবে বাঘের খাঁচায় বাইরের কেউ প্রবেশ করতে পারল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে

পাকিস্তানে পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের শেরবাগ চিড়িয়াখানায় বাঘের খাঁচার ভিতর এক ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে এক সাফাইকর্মী তিনটি বাঘের মধ্যে একটির মুখে মানুষের জুতো দেখতে পান। তারপরই বাঘের খাঁচার ভিতর এক ব্যক্তির রক্তাক্ত দেহ পাওয়া যায়। তাঁর পরিচয় এখনও জানা যায়নি।

চিড়িয়াখানার দায়িত্বে থাকা প্রাদেশিক বন বিভাগের আধিকারিক আলি উসমান বুখারি জানান, ওই ব্যক্তি কীভাবে বাঘের খাঁচার ভিতর প্রবেশ করেছেন তা এখনও স্পষ্ট নয়। দেহের অবস্থা দেখে মনে করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে ওই ব্যক্তির উপর বাঘ হামলা করেছিল। তবে বাঘ খাঁচার বাইরে বেরোয়নি বলে তিনি নিশ্চিত। কিন্তু, ওই ব্যক্তি কীভাবে বাঘের খাঁচার ভিতর প্রবেশ করলেন তা জানতে তদন্ত শুরু হয়েছে এবং আপাতত চিড়িয়াখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বুখারি। তাঁর আরও দাবি, বাঘের খাঁচাটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। সম্ভবত ওই ব্যক্তি পিছনে থাকা সিঁড়ি দিয়ে উপরে উঠে খাঁচায় লাফ দিয়ে ঢুকেছেন। এটা কোনও সুস্থ-স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বাহাওয়ালপুরের শেরবাগ চিড়িয়াখানাটি নির্মিত হয়েছিল ১৯৪২ সালে। পাকিস্তানের চিড়িয়াখানাগুলির অবস্থা বর্তমানে খুব একটা ভাল নয়। বন্য প্রাণীদের উপর অবহেলার অভিযোগও ওঠে।

Next Article