তাইপেই: কিন্ডারগার্টেনের বা কেজি স্কুলের শিশুরা বড্ড চঞ্চল। খুব হইচই করে। তাদের সামলাতে দিশেহারা অবস্থা শিক্ষক-শিক্ষিকাদের। তাই বলে শিশুদের মাদক সেবন করিয়ে আচ্ছন্ন করে রাখবেন তাঁরা? অবিশ্বাস্য মনে হলেও, তাইওয়ানের নিউ তাইপেই শহরের এক কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ, তাঁদের শিশুদের শান্ত করতে তাদের এক ধরনের কাশির সিরাপ দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে ‘ফেনোবারবাইটল’ এবং ‘বেনজোডিয়াজেপাইন’-এর মতো রাসায়নিক। দুটিই, গুরুতর আসক্তির কারণ হতে পারে।
কয়েক সপ্তাহ ধরে মামলাটির তদন্ত করেও স্থানীয় পুলিশ এই বিষয়ে এক চুলও এগোতে পারেনি। অভিভাবকরা পুলিশি তদন্তে আরও স্বচ্ছতার দাবি করেছেন। মঙ্গলবার (২১ জুন) শহরের এক সরকারি ভবনের বাইরে এই নিয়ে তাঁরা বিক্ষোভও দেখান। তদন্তের অগ্রগতির বিষয়ে কর্তৃপক্ষ প্রকাশ্যে কিচ্ছু না জানানোয় ক্ষুব্ধ বাবা-মায়েরা। তাঁদের দাবি, পরিস্থিতির গাম্ভীর্য বিবেচনা এই মামলার তদন্ত কোনও উচ্চতর কর্তৃপক্ষকে দেওয়া হোক।
গত মে মাসেই, নিউ তাইপেইয়ের কিড ক্যাসেল এডুকেশনাল ইনস্টিটিউট নামে এক কিন্ডারগার্টেনে, শিশুদের মাদক দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন অভিভাবকরা। শিশুদের মধ্যে বিরক্তি, অস্থিরতা, ঘুমের ব্যাঘাত এবং পায়ে টান ধরার মতো লক্ষণ দেখা যাচ্ছিল। তাদের কোনও অজানা ওষুধ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছিলেন বাবা-মায়েরা। এরপরই, একটি ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। স্কুল পরিচালকদের জরিমানা করা হয় এবং অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত চলাকালীন স্কুলটিও বন্ধ রাখা হয়েছে।
তবে, স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের কী কী ওষুধের দেওয়া হবে, তার একটি তালিকা তারা বাবা-মাদের দিয়েছিলেন। তাঁরা সেই তালিকা দেখে সম্মতি দিয়েছিলেন। তারপরও অভিভাবকদের উদ্বেগ যাচ্ছে না। তাদের উদ্বেগ দূর করতে তাইপেই সিটি হাসপাতালে ওই শিশুদের বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রাথিকভাবে সন্দেহ করা হচ্ছে, শিশুদের যে ওষুধ দেওয়া হয়েছিল, তাতে ফেনোবারবাইটল এবং বেনজোডিয়াজেপাইন ছিল।
ফেনোবারবাইটল সাধারণত মৃগীরোগের চিকিৎসায় এবং অস্ত্রোপচারের সময় সংজ্ঞাহীন করতে নির্ধারিত পরিমাণে ব্যবহার করা হয়। অন্যদিকে, বেনজোডিয়াজেপাইন অবসাদের রোগীদের দেওয়া হয়। দুটি ওষুধই অত্যন্ত আসক্তি তৈরি করে। অতিরিক্ত মাত্রার এই দুটি ওষুধ সেবন করলে তন্দ্রাচ্ছন্নতা এবং শ্বাসকষ্ট হতে পারে।