বাংলাদেশেও অনুমোদন পেতে পারে ফাইজ়ার! নেই হিমঘর, সমাধান খুঁজছে সরকার

সুমন মহাপাত্র |

Dec 06, 2020 | 6:01 PM

বাংলাদেশেও অনুমোদন পেতে পারে ফাইজ়ারের (Pfizer) করোনা প্রতিষেধক। ইতিমধ্যেই নাকি সে দেশের বেসরকারি সংস্থাগুলি এ বিষয়ে উদ্যোগ নিতে শুরু করেছে।

বাংলাদেশেও অনুমোদন পেতে পারে ফাইজ়ার! নেই হিমঘর, সমাধান খুঁজছে সরকার
ফাইল চিত্র

Follow Us

ঢাকা: বাংলাদেশেও অনুমোদন পেতে পারে ফাইজ়ারের (Pfizer) করোনা প্রতিষেধক। ইতিমধ্যেই নাকি সে দেশের বেসরকারি সংস্থাগুলি এ বিষয়ে উদ্যোগ নিতে শুরু করেছে। বেশ কয়েকটি বাংলাদেশি বেসরকারি সংস্থা সে দেশে ফাইজ়ারের পণ্য আমদানির কাজ করে। তারাই মূলত উদ্যোগ নিয়েছে ফাইজ়ারের টিকা দেশে আনার।

সরকার পক্ষের সাফ বক্তব্য ওষুধ আমদানি বা সরবরাহের জন্য প্রমাণ্য নথি জমা দিতে হয় সরকারের কাছে। ফাইজ়ারের ক্ষেত্রেও এর অন্যথা হবে না। ফাইজ়ারের ক্ষেত্রে যদি সব কাগজ পত্র ঠিক থাকে তাহলে তারা বাংলাদেশে ফাইজ়ারের টিকা অনুমোদনের বিষয় ভেবে দেখবে। সে দেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মীরজাদী সেব্রিনা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বেসরকারি উদ্যোগে দেশে টিকা আনা যাবে না একথা একবারও বলেননি তাঁরা।

আরও পড়ুন: কৃষকদের ‘ভারত বনধে’ সমর্থন কংগ্রেসের, বনধ সফল করতে তোড়জোড় তৃণমূল স্তরে

কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। ফাইজ়ারের টিকা সংরক্ষণের জন্য ঋনাত্মক ৭০ ডিগ্রি তাপমাত্রার হিমঘর প্রয়োজন। যা বাংলাদেশের কাছে এই মুহূর্তে নেই। তবে শীঘ্রই বিদেশ থেকে দুটি হিমঘর আনতে চলেছে বাংলাদেশ। যেখানে এক একটি চেম্বারে ৮০ হাজার টিকা রাখা সম্ভব হবে। ব্রিটেন প্রথম দেশ হিসাবে অনুমোদন দিয়েছে ফাইজ়ারের করোনা (COVID) প্রতিষেধককে। দ্বিতীয় দেশ হিসাবে ফাইজ়ারকে অনুমোদন দিয়েছে বাহরাইন। ইতিমধ্যেই অনুমোদন চেয়ে ভারতে আবেদন করেছে ফাইজ়ার।

Next Article