ওয়াশিংটন: এবার আমেরিকায় (USA) আপদকালীন অনুমোদন পেল ফাইজ়ারের (Pfizer) করোনা প্রতিষেধক। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (FDA) বিশেষজ্ঞ দল সবুজ সঙ্কেত দিল ফাইজ়ার ও বায়োএনটেকের করোনা প্রতিষেধকে। এর আগে ফাইজ়ারের করোনা প্রতিষেধককে অনুমোদন দিয়েছে ব্রিটেন, বাহরাইন, কানাডা ও সৌদি আরব।
মার্কিন এফডিএতে ফাইজ়ারের পক্ষে ১৭ টি ভোট পড়েছিল। বিপক্ষে পড়েছিল ৪ ভোট। ফাইজ়ারই বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক যার তৃতীয় পর্বের করোনা ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। চিন ও রাশিয়ার করোনা প্রতিষেধক বিভিন্ন দেশে অনুমোদন পেলেও সেই ভ্যাকসিনের এখনও তৃতীয় পর্বের ট্রায়াল বাকি।
আরও পড়ুন: বাইডেন আমলে আমেরিকার গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত
ইতিমধ্যেই নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে ফাইজ়ার প্রতিষেধকের ট্রায়ালের ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে ফাইজ়ারের গবেষকদের দাবি ৯৫ শতাংশ কার্যকরী করোনার এই প্রতিষেধক। তবে ব্রিটেন জানিয়েছে যাদের অ্যালার্জি রয়েছে তাঁদের উপর ফাইজ়ার প্রতিষেধক প্রয়োগে প্রতিক্রিয়া দেখা গিয়েছে। দেশেও অনুমোদনের জন্য আবেদন করেছে ফাইজ়ার। তবে এখনও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া কোনও প্রতিষেধককেই অনুমোদন দেননি।