বাইডেন আমলে আমেরিকার গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত

সুমন মহাপাত্র |

Dec 10, 2020 | 2:08 PM

৫৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত বলেছেন, "আমি ধন্য যে আমার সহকর্মীরা আমায় কংগ্রেসনাল প্রগ্রেসিভ ককাস পরিচালনার জন্য নির্বাচিত করেছেন।"

বাইডেন আমলে আমেরিকার গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: মার্কিন (USA) প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার কংগ্রেসনাল প্রগ্রেসিভ ককাসের (Congressional Progressive Caucus) চেয়ারম্যান  নির্বাচিত হলেন প্রমীলা জয়পাল (Pramila Jayapal)। ২০১৬ সাল থেকে ডেমোক্র্যাটদের হয়ে লাগাতার মার্কিন হাউসে ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করেছেন প্রমীলা। বুধবার নির্বাচিত হয়েই প্রমীলা জানান, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়বে ককাস। এছাড়াও তাঁর নেতৃত্বে দারিদ্র দূরীকরণ ও সাম্যের জন্য কাজ করবে ককাস।

৫৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত বলেছেন, “আমি ধন্য যে আমার সহকর্মীরা আমায় কংগ্রেসনাল প্রগ্রেসিভ ককাস পরিচালনার জন্য নির্বাচিত করেছেন।” তাঁর মতে, দেশের এহেন কঠোর পরিস্থিতিতে ককাস পরিচালনা আরও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: নতুন বছরেই কোভ্যাকসিন! জানাল ভারত বায়োটেক

জানুয়ারি মাসেই নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে আসবেন জো বাইডেন। তাঁর আমলেই গুরুত্বপূর্ণ পদে থাকবেন প্রমীলা। ভারতীয়-আমেরিকান হিসাবে প্রমীলাই প্রথম মহিলা যিনি মার্কিন হাউসের সদস্য। এর আগে ককাসের কো-চেয়ার পদে ছিলেন তিনি। প্রমীলার আদি বাসস্থান চেন্নাই। কিন্তু তাঁর শৈশব কেটেছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে। ১৬ বছর বয়সে ১৯৮২ সালে জর্জটাউন ইউনিভার্সিটিতে পড়তে চলে যান প্রমীলা।

Next Article