এক ডোজ়েই কামাল ফাইজ়ার-মডার্নার, প্রতিরোধ গড়ে উঠছে ৮০ শতাংশ

সুমন মহাপাত্র |

Mar 30, 2021 | 6:34 PM

মার্কিন সমীক্ষায় এ-ও জানা গিয়েছে, দ্বিতীয় ডোজ়ের পর মডার্না ও ফাইজ়ারে করোনা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে ৯০ শতাংশ।

এক ডোজ়েই কামাল ফাইজ়ার-মডার্নার, প্রতিরোধ গড়ে উঠছে ৮০ শতাংশ
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: সারা বিশ্বে অনুমোদন পেয়েছে একাধিক করোনা টিকা (COVID vaccine)। ভারতে কোভিশিল্ড ও কোভ্য়াকসিন ব্যবহৃত হলেও বিশ্বের একাধিক দেশে টিকাকরণ হচ্ছে মডার্না, ফাইজ়ার-সহ অন্যান্য করোনা টিকার মাধ্যমে। সমীক্ষায় দেখা যাচ্ছে প্রথম ডোজ়ের পরেই মডার্না ও ফাইজ়ার ভ্যাকসিন করোনার বিরুদ্ধে প্রায় ৮০ শতাংশ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হচ্ছে। সোমবার প্রকাশিত একটি মার্কিন সমীক্ষায় এ বিষয়ে জানা গিয়েছে।

মার্কিন সমীক্ষায় এ-ও জানা গিয়েছে, দ্বিতীয় ডোজ়ের পর মডার্না (Moderna) ও ফাইজ়ারে (Pfizer) করোনা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে ৯০ শতাংশ। মোট ৪ হাজারা স্বাস্থ্যকর্মীর ওপর ট্রায়াল চালিয়ে এই তথ্য জানা গিয়েছে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষণায়। ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া, কার্যকরিতা ও ক্লিনিক্যাল ট্রায়াল সংক্রান্ত তথ্য পর্যালোচনা করার জন্য এই সমীক্ষা চালিয়েছিল ফাইজ়ার ও মডার্না ভ্যাকসিন নির্মাতা সংস্থা।

মোট ৩ হাজার ৯৫০ জনের ওপর এই ট্রায়াল হয়েছিল বলে জানা গিয়েছে। মার্কিন সিডিসির ডিরেক্টর রোচেল ওয়ালেনস্কি জানিয়েছেন, এম আরএনএ ভ্যাকসিন স্বাস্থ্যকর্মীদের শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা জোগাতে সক্ষম হয়েছে। নতুন এম আরএনএ পদ্ধতিতে ভ্য়াকসিন শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে যা করোনাভাইরাসকে শনাক্ত করে তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। এর আগে ইজরায়েলের সমীক্ষায় জানা গিয়েছিল, ফাইজ়ারের করোনা টিকা করোনা প্রতিরোধে ৯৪ শতাংশ কার্যকরী।

প্রসঙ্গত, অ্যাস্ট্রাজেনেকার প্রযুক্তিতে তৈরি সেরামের কোভিশিল্ডের ক্ষেত্রেও এর আগে জানা গিয়েছিল প্রথম ডোজ়ে অধিক কার্যকরী হচ্ছে ভ্যাকসিন। তাই কেন্দ্রীয় সরকার কয়েক দিন আগে নির্দেশিকা দিয়ে জানিয়েছে, কোভিশিল্ডের প্রথম ডোজ় ও দ্বিতীয় ডোজ়ের মধ্যে ব্যবধান ৬ থেকে ৮ সপ্তাহ রাখতে হবে। সেই মতো পয়লা এপ্রিল থেকে ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধানে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে।

আরও পড়ুন: জমাট বাঁধছে রক্ত, অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকাকরণে নিয়ম বদলাল কানাডা

Next Article