স্কুল পড়ুয়াদের ওপর দারুণ কার্যকরী ফাইজ়ার ভ্যাকসিন, দাবি উঠছে টিকাকরণের

সুমন মহাপাত্র |

Mar 31, 2021 | 10:32 PM

২ হাজার ২৬০ জন স্কুল পড়ুয়ার ওপর ফাইজ়ারের ট্রায়াল হয়েছিল। সেখানে পড়ুয়াদের শরীরে ফাইজ়ার টিকা দারুণ কাজ করছে বলে দাবি ভ্যাকসিন ফার্মগুলির।

স্কুল পড়ুয়াদের ওপর দারুণ কার্যকরী ফাইজ়ার ভ্যাকসিন, দাবি উঠছে টিকাকরণের
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: দেশে দ্বিতীয় দফার করোনা টিকাকরণ চলছে। পয়লা এপ্রিল থেকে করোনা টিকা পাবেন ৪৫- ঊর্ধ্ব ব্যক্তিরা। এখনও এ দেশে কম বয়সীদের করোনা টিকাকরণের কোনও নির্দেশিকা আসেনি। তবে আমেরিকায় ১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর ফাইজ়ারের (Pfizer) করোনা টিকার ট্রায়াল চালিয়ে নজরকাড়া তথ্য উঠে এসেছে। দুই ফার্মের টিকাকরণে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর ফাইজ়ার ভ্যাকসিনের ১০০ শতাংশ করোনা প্রতিরোধের প্রমাণ মিলেছে।

২ হাজার ২৬০ জন স্কুল পড়ুয়ার ওপর ফাইজ়ারের ট্রায়াল হয়েছিল। সেখানে পড়ুয়াদের শরীরে ফাইজ়ার টিকা দারুণ কাজ করছে বলে দাবি ভ্যাকসিন ফার্মগুলির। স্কুল পড়ুয়াদের করোনা টিকায় যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে, তা প্রাপ্তবয়স্কদের মতোই। মূলত দ্বিতীয় ডোজ়ের পর সামান্য ব্যথা ও জ্বর দেখা গিয়েছে কয়েক জনের শরীরে।

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে ১২ বছর বয়সীদের করোনা টিকাকরণের অনুমতির জন্য আবেদন করবে বলে জানিয়েছে ফাইজ়ার। সংস্থার প্রধান অ্যালবার্ট বৌরলা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, তাঁর সংস্থা কম বয়সীদের ওপর করোনা টিকার প্রয়োগ করতে চায়। কম বয়সীদের ওপর ট্রায়াল চালিয়েছে মডার্নাও। অ্যাস্ট্রাজেনেকাও ১৭ বছর বয়সীদের ওপর করোনা টিকার ট্রায়াল চালিয়েছে। সেই রিপোর্ট খুব সম্প্রতিই প্রকাশ্যে আসবে। চিনের সিনোভ্য়াক সংস্থা জানিয়েছিল, তাদের করোনা টিকা কম বয়সীদের ওপরও সমান কার্যকরী। প্রসঙ্গত, ফাইজ়ারের এই ট্রায়ালের রিপোর্ট এখনও কোনও জার্নালে প্রকাশিত হয়নি।

আরও পড়ুন: স্মার্টফোন ব্যবহারে নেপাল-পাকিস্তানের থেকে পিছিয়ে বাংলাদেশ, কী অবস্থা ভারতের?

Next Article