Russia: ভয়াবহ বিমান দুর্ঘটনা, কেড়ে নিল ১৬ টি তরতাজা প্রাণ
Plane Crash, Russia, আগে মন্ত্রক সূত্রে জানানো হয়েছিল, বিমানে মোট ২৩ জন যাত্রী ছিলেন এবং দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। মন্ত্রকের তরফে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে বিমানটি মাঝ খান থেকে ভেঙে দুটি টুকরো হয়ে গিয়েছে।
মস্কো: রবিবার, এক ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছে রাশিয়া (Russia)। এই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। ভেঙে পড়া বিমানটির সকলেই ছিলেন প্যারাশুট ব্যবহারকারী। রবিবার, স্থানীয় সময় সকাল ৯ টা ২৩ মিনিটে টাতারস্টান প্রদেশে ভেঙে পড়ে এল – ৪১০ বিমান (L 410 Aircraft)। বিমানটিতে মোট ২২ জন্য যাত্রী ছিলেন। রাশিয়ার মন্ত্রকের তরফে বলা হয়েছে ” এই বিমান দুর্ঘটনায় ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে প্রাণের কোনো লক্ষণ ছিলনা।”
আগে মন্ত্রক সূত্রে জানানো হয়েছিল, বিমানে মোট ২৩ জন যাত্রী ছিলেন এবং দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। মন্ত্রকের তরফে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে বিমানটি মাঝ খান থেকে ভেঙে দুটি টুকরো হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিমান থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা ৬ যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাতারস্টানের প্রধান রুস্তম মিন্নিখানভ (Rustam Minnikhanov), ঘটনাস্থল পরিদর্শন করেন। সূত্রের খবর, ভেঙে পড়া বিমানটি রাশিয়ার ক্রীড়া ও প্রতিরক্ষা সংগঠন ভলেন্টারি সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু দ্যা আর্মি, এভিয়েশন অ্যান্ড নেভি অব রাশিয়ার (Voluntery Society for Assistance to the Army, Aviation and Nevi of Russia) মালিকানাধীন। সংগঠনের স্থানীয় শাখা জানিয়েছে যে প্যারাশুট ক্লাব এই বিমান যাত্রা স্থির করেছে, তাদের দোষারোপ করা অনুচিত।
চেক প্রজাতন্ত্রে (Czech Republic) তৈরি, হালকা ওজনের এল – ৪১০ বিমানটি ছাড়াও এই ক্লাব আরও একটি বিমান ব্যবহার করতো। চলতি বছরেই রাশিয়াতে আরও দুটি এল – ৪১০ বিমানের দুর্ঘটনায় পড়ার খবর পাওয়া গিয়েছে। ওই দুর্ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছিল।
বিমান দুর্ঘটনার জন্য আন্তর্জাতিক স্তরে রাশিয়া এমনিতেই কুখ্যাত। কিন্তু বেশ কয়েক বছরে নিজেদের এয়ার ট্রাফিক সিস্টেমে (Air Traffic System) বেশ কিছু উন্নতি করেছে রাশিয়া। রাশিয়ার বেশিরভাগ বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা রাশিয়ায় তৈরি বিমান ব্যবহার করার বদলে অত্যাধুনিক জেট বিমান ব্যবহার করছে।
কিন্তু তাসত্ত্বেও রক্ষণাবেক্ষণের অভাবে ঘনঘন রাশিয়াতে বিমান দুর্ঘটনার খবর পাওয়া যায়।আগামী দিনে বিমানের সুরক্ষা রক্ষা করার জন্য রাশিয়া কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে সকলের।
আরও পড়ুন জনসাধারণ নিরাপত্তায় নয়া অ্য়াপ পুলিশের, উদ্বোধনে অভিষেক