মস্কো: মাঝ আকাশ থেকে উধাও রুশ বিমান। বিমানে ১৭ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। রাশিয়ার অ্যান্তোনভ এন-২৮ বিমানটি শুক্রবার ওড়ার কিছুক্ষণের মধ্যেই সাইবেরিয়ার তোমস্ক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় রাডারের সঙ্গে বিমানের যোগাযোগ চ্ছিন্ন হয়ে যায়। তারপরই ওই বিমানের খোঁজ শুরু হয়।
বিমান সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, কেদরোভি শহর থেকে আঞ্চলিক রাজধানী তোমস্কের দিকে যাচ্ছিল বিমানটি। সেই সময়ই এটি নিখোঁজ হয়ে যায়। বিমানটিতে ১৭ জন যাত্রী ছিলেন। বিমানের আরোহীদের কী অবস্থা, তা জানা যায়নি।
কয়েকদিন আগে রাশিয়ায় আরও এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ২৮ জনের। যাত্রী ও ক্রু মেম্বার-সহ ২৮ জনকে নিয়ে ভেঙে পড়ে রুশ বিমান। রাশিয়ার কামচটকা পেনিনসুলায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজ শেষে জানানো হয়, বিমানে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। পালন এয়ারপোর্টের রানওয়ের ৪-৫ কিলোমিটার দূর থেকে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে যাত্রা শুরু করে পানানার দিকে যাচ্ছিল বিমানটি। ২৮ জনের মধ্যে ৬ বিমানকর্মী ছিলেন, ছিল দুই শিশুও। আরও পড়ুন: ‘যেখানে খুশি যাক না!’ শুভেন্দুর আদালতে যাওয়ার হুঁশিয়ারি নিয়ে ‘ডোন্ট কেয়ার’ মুকুল