জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সম্মেলনে যোগ দিয়েছিল চিন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়া বাকি দেশের রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলেন সেই সম্মেলনে। সেই রাষ্ট্রনেতাদের জন্য ভারত থেকে উপহার নিয়ে গিয়েছিলেন মোদী। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে একটি ছবি উপহার হিসাবে দিয়েছেন। মধ্য প্রদেশের গোন্ড পেন্টিং উপহার দিয়েছেন তিনি।
ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকেও উপহার দিয়েছেন মোদী। দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডিকে তিনি নাগল্যান্ডের শাল উপহার দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে বিদরি শিল্পকর্মের নির্দশন।
মধ্য প্রদেশের গোন্দ পেন্টিং আদিবাসী শিল্পকর্মের অন্যতম নির্দশন। গোন্দ শব্দটি এসেছে দ্রাবিড় ভাষার কোন্দ থেকে। যার অর্থ সবুজ পাহাড়। লাইন এবং ডট দিয়ে এই শিল্পকর্ম করা হয়। আদিবাসীদের বাড়ির দেওয়ালে এই ধরনের শিল্পকর্ম দেখা যায়। চারকলো, গোবর, রাঙা মাটি, গাছের ছাল, চুন এ সব দিয়েও এই শিল্পকর্ম করা হয়ে থাকে।