Vladimir Putin: নয়াদিল্লিতে জি ২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা নেই পুতিনের: ক্রেমলিন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 25, 2023 | 7:24 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসার কোনও পরিকল্পনা নেই। শুক্রবার ক্রেমলিনের তরফে এ কথা জানানো হয়েছে।

Vladimir Putin: নয়াদিল্লিতে জি ২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা নেই পুতিনের: ক্রেমলিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ফাইল ছবি)
Image Credit source: Twitter

Follow Us

মস্কো: সেপ্টেম্বর মাসের শুরুতে জি ২০ সম্মেলনের বৈঠকে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা আসবেন ভারতে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসার কোনও পরিকল্পনা নেই। শুক্রবার ক্রেমলিনের তরফে এ কথা জানানো হয়েছে। সংবাদ সংস্থায় রয়টার্স এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী ঘোষণা করে ওয়ার‌্যান্ট জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, জি ২০ সম্মেলনে পুতিনের যোগদানের বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রিকসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হল রাশিয়া। দক্ষিণ আফ্রিকায় সবে শেষ হল এই সম্মেলন। সেই সম্মেলনে ভারত, ব্রাজিল, চিন এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাননি সেখানে। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন তিনি। ওই সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করেছেন সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।

জি ২০ সম্মেলনের আয়োজক ভারত। এই সম্মেলনের প্রধান অনুষ্ঠান হবে ৯ এবং ১০ সেপ্টেম্বর। নয়াদিল্লিতে হবে সেই অনুষ্ঠান। জি ২-০ অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে প্রায় ২০টি দেশের রাষ্ট্রনেতা উপস্থিত থাকতে পারেন দিল্লিতে। এ ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পদস্থ কর্তা এবং ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন সেই বৈঠকে।

Next Article