PM Modi in Ghana: মোদীর হাত ধরে বাংলার শিল্প পৌঁছল বিশ্ব দরবারে, সংসদে দিলেন বড় উপহার
PM Modi in Ghana: এই ফুলদানিগুলি তৈরি হয় কর্নাটকের প্রান্তিক এলাকায়। যার মূল উপাদান বিদরি শিল্প। ভারতের এক টুকরো শিল্পের অংশকেই আপাতত ঘানার রাষ্ট্রপতির হাতে তুলে দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা ঘটালেন তিনি।

নয়াদিল্লি: পঞ্চদেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারই তিনি রওনা দিয়েছিলেন ঘানার উদ্দেশে। এবার দিন পেরতেই ঘানা ছেড়ে তিনি রওনা দিলেন তাঁর সফরসূচির অন্তর্গত পরবর্তী দেশ ত্রিদিনাদ এবং টোবাগোতে।
আর ঘানা ছেড়ে নিজের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেওয়ার আগে ঝুলি ভরিয়ে উপহার দিয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী। নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, মোদীর দেওয়া উপহারে এই দে্শের মতোই রয়েছে বৈচিত্র্য।
ঘানার প্রেসিডেন্ট জন মাহামার জন্য কর্নাটকে তৈরি বিদরি শিল্পের একটি ফুলদানি নিয়ে গিয়েছিলেন মোদী। দস্তা-তামা দিয়ে এই ফুলদানিগুলি তৈরি হয় কর্নাটকের প্রান্তিক এলাকায়। যার মূল উপাদান বিদরি শিল্প। ভারতের এক টুকরো শিল্পের অংশকেই আপাতত ঘানার রাষ্ট্রপতির হাতে তুলে দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা ঘটালেন তিনি।

শুধু রাষ্ট্রপতিই নয়। তাঁর স্ত্রীয়ের জন্য একটি রুপোর কাজ করা হাতব্যাগ নিয়ে গিয়েছিলেন মোদী। যা ওড়িশার কটকের তারাকাশি হস্তশিল্পের প্রতীক। গত ৫০০ বছর ধরে রুপো দিয়ে নানা রকম সামগ্রী তৈরি হয় কটকের একটি গ্রামে। মোদীর দেওয়া উপহারে রয়ে গেল সেই চিহ্নটাও।

এছাড়াও, ঘানার উপরাষ্ট্রপতির জন্য কাশ্মীর থেকে বিশেষ উপহার নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, কাশ্মীরি উল দিয়ে তৈরি বিখ্যাত পাশমিনা শাল দক্ষিণ আফ্রিকার ওই দেশের উপরাষ্ট্রপতিকে উপহার হিসাবে দিয়ে এসেছেন মোদী।

এদিন ঘানার সংসদে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে ভাষণ দিতেও দেখা যায় তাঁকে। ভারতের প্রধানমন্ত্রীকে দেখে উৎসাহী হয়ে পড়েন অধ্যক্ষ আলবান বাগবিন। তাঁর হাতে ভারতের এক টুকরো বিচিত্র শিল্প তুলে দেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, ঘানার সংসদের অধ্যক্ষকে বাংলায় তৈরি হওয়া শ্বেতপাথরের হাতি উপহার দিয়েছেন মোদী।


