হিরোসিমা: জাপানের হিরোসিমা শহরে শুরু হয়েছে জি৭ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই জাপানে উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও গিয়েছেন সেখানে। জি৭ সম্মেলনের সাইডলাইনে মুখোমুখি সাক্ষাৎ হল ভারতের প্রধানমন্ত্রী মোদী ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। রাশিয়া ইউক্রেনের হামলা চালানোর পর এই প্রথমবার মুখোমুখি হলেন মোদী এবং জেলেনস্কি। যদিও গত বছর রাশিয়া ইউক্রেনে হামলার চালানোর পর ফোনে কথা হয়েছিল দুই দেশের রাষ্ট্রপ্রধানের। জি৭ সম্মেলনে যোগ দিতে শনিবার সকালেই জাপান উড়ে গিয়েছেন মোদী। এই যাত্রা দিয়েই শুরু হল তাঁর বিদেশ সফর। জাপানের পর পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়া যাবেন মোদী। অন্য দিকে জাপানের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিয়েছেন জেলেনস্কি। এই সাক্ষাতের সময় ইউক্রেন পরিস্থিতি বদলের জন্য যথাসাধ্য চেষ্টার আশ্বাস জেলেনস্কিকে মোদী দিয়েছেন বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে নিজের অবস্থান নিরপেক্ষ রাখার চেষ্টা শুরু থেকেই করে গিয়েছে ভারত। আমেরিকা এবং পশ্চিম দুনিয়ার ডাকে সাড়া দিয়ে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞার পথে তো নয়াদিল্লি হাঁটেইনি, উল্টে রাশিয়ার থেকে কিনেছে জ্বালানি তেল। আবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়িয়ে করেছে মানবিক সাহায্য। এর পাশাপাশি যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা একাধিক বার জানানো হয়েছে ভারতের তরফে। জেলেনস্কির সঙ্গে মোদীর টেলিফোনে কথা হয়েছিল ফোনে। গত মাসে ইউক্রেনের ডেপুটি ফরেন মিনিস্টার এমিনে ঝাপারোভা ভারতে এসেছিলেন। সে সময় প্রেসিডেন্ট জেলেনস্কির পাঠানো চিঠি মোদীকে দিয়েছিলেন তিনি।
PM @narendramodi held talks with President @ZelenskyyUa during the G-7 Summit in Hiroshima. pic.twitter.com/tEk3hWku7a
— PMO India (@PMOIndia) May 20, 2023
জাপানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার ইউক্রেনে হামলা নিয়ে ভারত ভোট না দিলেও রাষ্ট্রপুঞ্জের চার্টার, আন্তর্জাতিক আইন এবং সীমান্ত সার্বভৌমত্বকে মেনে শান্তিপূর্ণ সমাধান চায়। এ জন্য যে কোনও রকম সাহায্য করতে তৈরি আছে ভারত।”
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বাস দিয়েছেন মোদী। জেলেনস্কির সঙ্গে দেখা করার সময় মোদীকে বলতে শোনা গিয়েছে, “ইউক্রেনে যুদ্ধ গোটা বিশ্বের কাছেই বড় সমস্যা। গোটা বিশ্বে বিভিন্ন ভাবে এর প্রভাব পড়েছে। এটাকে শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক ইস্যুতে সীমাবদ্ধ করা যায় না। মানবিক বিষয়টিও জড়িয়ে। আমাদের ছেলেরা গত বছর ইউক্রেন থেকে ফিরে পরিস্থিতির কথা জানিয়েছিল। আপনার দেশের নাগরিকদের উদ্বেগ আমি বুঝতে পারি। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি ভারত এবং আমি আমাদের সাধ্যমত চেষ্টা করব পরিস্থিতির সমাধানে।”