ওয়াশিংটন: মোদীতে মুগ্ধ মার্কিন কংগ্রেস। এক ঘণ্টার বক্তকৃতায় ৭৯ বার করতালি দিয়ে মোদীর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসম্যানরা। ১৫ বার উঠে দাঁড়িয়ে করতালি দিয়েছে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের সদস্যরা। এমনকি যে প্রমিলা জয়মালা প্রধানমন্ত্রী মোদীর এই রাষ্ট্রীয় সফরের বিরোধিতা করেছিলেন, তাঁকেও হাততালি দিতে দেখা গিয়েছে। বক্তৃতার পর, মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর অধ্যক্ষ কেভিন ম্যাকার্থি-সহ বহু মার্কিন আইনপ্রণেতাকে লাইন দিয়ে মোদীর অটোগ্রাফ নিতে দেখা যায়। বক্তৃতার সময় মাঝে মাঝেই উঠেছে ‘মোদী-মোদী’ স্লোগান। বক্তৃতার সময়, নিজের লেখা একটি কবিতাও শোনান প্রধানমন্ত্রী। প্রথমে হিন্দিতে তারপর কবিতাটির ইংরাজী অনুবাদের মধ্য দিয়ে হাল না ছাড়ার বার্তা দেন তিনি।
কবিতাটি এই রকম – “আসমান মে শির উঠাকার, ঘনে বাদলো কো চিরকার, রোশনি কা সংকল্প লে, আভি তো সূরজ উগা হ্যায়. দ্রধ নিশ্চয় কে সাথ চলকর হর মুশকিল কো পার কর, ঘোর আন্ধেরে কো মিটানে, আভি তো সুরজ উগা হ্যায়।” বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “আকাশে মাথা তুলে; ঘন মেঘ ভেদ করে; আলোর প্রতিশ্রুতি নিয়ে; সবে তো সূর্য উঠেছে। গভীর সংকল্পে নিয়ে এগিয়ে, সব বাধা পার করে, ঘোর অন্ধকার দূর করতে, সবে তো সূর্য উঠেছে।” ভারত-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে এই কবিতাটি বলেন প্রধানমন্ত্রী মোদী।
How many of you knew before that PM Modi wrote this poem? ?? pic.twitter.com/MucKJk8h1U
— BALA (@erbmjha) June 22, 2023
অন্যদিকে, হোয়াইট হাউসের নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে শোনা গিয়েছে রবীন্দ্রনাথের কথা, তাঁর কবিতার পংক্তি। তিনি জানান রবীন্দ্রনাথের কাজ অনেক মার্কিন দর্শনকে উসকে দিয়েছে। বাইডেন বলেন, “১৭৯২ সালে, প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বঙ্গোপসাগরের তীরে কলকাতায় প্রথম মার্কিন কনস্যুলেট স্থাপন করেছিলেন। অন্য যেকোন ভারতীয় শহরের তুলনায় এই শহরের নোবেলজয়ী আছেন। তাঁদের অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। বহু মার্কিন চিন্তাধারাও তাঁর কাজে প্রভাবিত হয়েছে। এরপর, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’-এর পংক্তি উদ্ধৃত করেন বাইডেন।