রিও ডি জেনেইরো: তিন দেশের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইজেরিয়া সফর সেরে এবার ব্রাাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী। আর ব্রাজিলে পৌঁছতেই অনন্য স্বাগত জানানো হল প্রধানমন্ত্রীকে। সংস্কৃত শ্লোক মন্ত্রোচারণ করে স্বাগত জানানো হয়।
ব্রাজিলে জি-২০ লিডার সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এ দিন সকালে রিও ড জেনেইরোতে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দীর্ঘক্ষণ কথা বলেন ব্রাজিলে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে।
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “রিও ডি জেনেইরোতে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা পেয়ে আমি আপ্লুত। মহাদেশগুলির মধ্যে পারস্পরিক সম্প্রীতিকেই তুলে ধরে এই শক্তি ও উৎসাহ।”
A celebration of Indian culture in Brazil! Gratitude for a memorable welcome in Rio de Janeiro… pic.twitter.com/osuHGSxpho
— Narendra Modi (@narendramodi) November 18, 2024
ব্রাজিলে জি-২০ সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। চিনের প্রধানমন্ত্রী শি জিনপিং ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও এই সামিটে যোগ দেবেন।
Deeply touched by the warm and lively welcome from the Indian community upon arriving in Rio de Janeiro. Their energy reflects the affection that binds us across continents. pic.twitter.com/hvA6GGKE9l
— Narendra Modi (@narendramodi) November 18, 2024
ব্রাজিলে জি-২০ বৈঠকে যোগ দেওয়ার পর গুয়ানা সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণেই গুয়ানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৫০ বছরেরও বেশি সময়ে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এই দেশে সফরে গেলেন।