জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত তিনদিনের ব্রিকস সম্মেলন শেষে গ্রিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোহানেসবার্গ ছাড়ার আগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট (South African president) ও ফার্স্ট লেডি (First Lady) -কে ভারতীয় সংস্কৃতির পরিচয়বহ বিশেষ পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে কী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী?
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ক্রিল রামাফোসাকে জল রাখার একজোড়া সুন্দর পাত্র উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পূর্ণ ভারতীয় ঐতিহ্যের বাহক ফুলদানির মতো দেখতে এই পাত্রটির আঞ্চলিক নাম সুরাহি। তামা, দস্তা-সহ শংকর ধাতুতে তৈরি কালো রঙের সুরাহি দুটির উপর রুপোর সরু তার দিয়ে সুন্দর নকশা করা রয়েছে।
সুরাহি প্রকৃতপক্ষে জল রাখার পাত্র হলেও আপাতভাবে দেখতে ফুলদানি বা কলসির মতো। এটি ৫০০ বছরের পুরানো ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম বাহক। তেলঙ্গানার বিদর্ভ এলাকার সংস্কৃতির বাহক সুরাহি। এটির বিশেষত্ব হল, শংকর ধাতুতে তৈরি পাত্রটি আবার মাটির সঙ্গে বিশেষ মিশ্রিত দ্রবণে ডুবিয়ে অক্সিডাইজিং করা হয়। যার ফলে দস্তা উজ্জ্বল কালো রঙের হয়ে ওঠে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে যে দুটি সুরাহি উপহার দেওয়া হয়েছে, তার উপর যে রুপোর নকশা রয়েছে, সেটিও শতাব্দী প্রাচীন। এই নকশা প্রথমে কাগজে আঁকা হয়। তারপর রুপোলি শিটে স্থানান্তরিত করা হয়। এরপর সুক্ষ্ম সরঞ্জাম দিয়ে রুপোলি চাদর পিটিয়ে নকশা আকারে পরিণত করা হয়। সেটি সুরাহির উপর বসানো হয়। এর উপর পালিশ করা হয়। মূলত, কর্নাটক, তেলঙ্গানায় এই ধরনের কাজ হয়। এই কাজের জন্য বিশেষ দক্ষতারও প্রয়োজন হয়। তাই বলা যায়, দক্ষিণ ভারতের সংস্কৃতির বাহক হল সুরাহি।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে সুরাহি উপহার দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদতে যে তেলঙ্গানা তথা দক্ষিণ ভারতের সংস্কৃতি তুলে ধরলেন, তা বলা বাহুল্য।