ব্রিকসের বৈঠকে ভারত ও চিনের সম্পর্কের উন্নতির কথা মোদীকে বলেছেন জিনপিং

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 25, 2023 | 3:52 PM

ব্রিকস গোষ্ঠীর দুই গুরুত্বপূর্ণ সদস্য হল ভারত ও চিন। দক্ষিণ আফ্রিকায় সেই সম্মেলনেই বৃহস্পতিবার পাশাপাশি হাঁটতে দেখা গিয়েছে মোদী ও জিনপিংকে। বুধবার তাদের মধ্যে কথা হয়েছে।

ব্রিকসের বৈঠকে ভারত ও চিনের সম্পর্কের উন্নতির কথা মোদীকে বলেছেন জিনপিং
ব্রিকস সম্মেলনে এক সঙ্গে হাঁটছেন মোদী ও জিনপিং
Image Credit source: Twitter

Follow Us

বেজিং: দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে ফাঁকে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। ভারত ও চিনের সম্পর্ক নিয়ে বুধবার দুজনের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। চিনের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। সেখানে দুই দেশের স্বার্থ বজায় রেখে ভারত ও চিনের সম্পর্কের উন্নতির কথা মোদীকে বলেছেন চিনা প্রেসিডেন্ট।

চিনের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “দুই দেশ এবং দুদেশের সাধারণ মানুষের স্বার্থ মিটিয়ে সম্পর্কের উন্নতির বিষয়ে জোর দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এলাকা ও বিশ্বের স্থিতাবস্থা বজায় রাখতে শান্তি প্রতিষ্ঠার কথাও বলেছেন প্রেসিডেন্ট।” দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের কথা মাথায় রেখে সীমান্তের সমস্যাকে মোকাবিলা করার কথাও চিনা প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীকে বলেছেন বলে জানানো হয়েছে চিনা বিদেশ মন্ত্রকের তরফে।

ব্রিকস গোষ্ঠীর দুই গুরুত্বপূর্ণ সদস্য হল ভারত ও চিন। দক্ষিণ আফ্রিকায় সেই সম্মেলনেই বৃহস্পতিবার পাশাপাশি হাঁটতে দেখা গিয়েছে মোদী ও জিনপিংকে। বুধবার তাদের মধ্যে কথা হয়েছে। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের সেক্রেটারি বিনয় মোহন কাটরা জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর ভারত ও চিনের ‘অমীমাংসিত ইস্যু’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনা প্রেসিডেন্টের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের বৈঠকের দুসপ্তাহেরও কম সময় আগে বৈঠক হল দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতার। গালওয়ানে দুই দেশের সেনার সংঘর্ষের পর এটা দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে দ্বিতীয় এ ধরনের বৈঠক।

Next Article