Bus Accident: নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৬ ভারতীয়ের মৃত্যু, আহত ১৯

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 25, 2023 | 2:43 PM

Indians died: রাস্তা থেকে প্রায় ৫০ মিটার নীচে চুরিমালা মন্দিরের দক্ষিণে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি। মৃতদের শনাক্ত করা গিয়েছে এবং তাঁদের মধ্যে ৬ জন ভারতীয় ছিল বলে তাঁদের পরিবারের এক সদস্য জানিয়েছেন।

Bus Accident: নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৬ ভারতীয়ের মৃত্যু, আহত ১৯
নেপালে রাস্তা থেকে নীচে পড়ে গেল বাস।
Image Credit source: PTI

Follow Us

কাঠমাণ্ডু: নেপালে (Nepal) বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ ভারতীয়ের। পর্যটকবোঝাই বাস (Tourists bus) রাস্তা থেকে প্রায় ৫০ মিটার নীচে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে তাঁদের। ৬ ভারতীয়ের সঙ্গে মৃতদের তালিকায় ১ নেপালিও রয়েছে। এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও ১৯ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নেপালের বারা জেলার সিমারাই এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাজস্থান থেকে পর্যটক নিয়ে নেপালে যাচ্ছিল। বাসে মোট ২৬ জন পর্যটক ছিলেন। যার মধ্যে ৬ জন ভারতীয় ছিলেন। বৃহস্পতিবার সকালে বারা জেলার সিমারা শহরের চুরিমালা মন্দিরে যাওয়ার পথেই রাস্তা থেকে উল্টে নীচে নদীর তীরে পড়ে যায় বাসটি। ডেপুটি এসপি প্রদীপ বাহাদুর ছেত্রী বলেন, রাস্তা থেকে প্রায় ৫০ মিটার নীচে চুরিমালা মন্দিরের দক্ষিণে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি। মৃতদের শনাক্ত করা গিয়েছে এবং তাঁদের মধ্যে ৬ জন ভারতীয় ছিল বলে তাঁদের পরিবারের এক সদস্য জানিয়েছেন।

বারা জেলার এসপি হোবিন্দ্র বোগাটি বলেন, এই দুর্ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। চালক ও সহ-চালকও জখম হয়েছেন। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহত অন্যান্যদের হেতাউদার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, নেপালে পথ দুর্ঘটনার প্রায়ই ঘটে থাকে। গত বুধবার নেপালের বাগমতি প্রদেশের ধাবিং জেলায় হাইওয়ে দিয়ে যাওয়ার পথে পর্যটকবোঝাই একটি বাস পিছলে গিয়ে রাস্তা থেকে ত্রিশূল নদীতে পড়ে যায়। বাসটি কাঠমাণ্ডু থেকে পোখরা যাচ্ছিল। ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন গুরুতর জখম হয়েছেন। সেই দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বারা জেলায় দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকবোঝাই আরেকটি বাস।

Next Article