PM Modi in Greece: গ্রিসের মাটিতে মোদী, ৪০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন এথেন্সে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 25, 2023 | 2:54 PM

৪০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গ্রিস সফরে গেলেন। ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শেষ বার গ্রিস সফরে গিয়েছিলেন।

PM Modi in Greece: গ্রিসের মাটিতে মোদী, ৪০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন এথেন্সে
গ্রিসে পৌঁছলেন মোদী।
Image Credit source: Twitter

Follow Us

এথেন্স: দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের শেষে গ্রিসে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি পৌঁছেছেন গ্রিসের রাজধানী এথেন্স। সেখানে তাঁকে স্বাগত জানান গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরাপেটরিটিস। ইউরোপের এই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেই মোদীর এই সফর বলে জানা গিয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই সে দেশের গেলেন মোদী। ৪০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গ্রিস সফরে গেলেন। ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শেষ বার গ্রিস সফরে গিয়েছিলেন।

 

মোদীর গ্রিসে পৌঁছনোর পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক্স (অতীতের টুইটার)-এ লিখেছেন, “প্রথম বার গ্রিস সফরে গিয়ে ঐতিহাসিক এথেন্স শহরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদেশমন্ত্রী জর্জ জেরাপেটরিটিস।” বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গ্রিসে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করবেন। সেখানে দুই দেশের বণিক মহলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন মোদী। সেই সঙ্গে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন মোদী।


মোদী এথেন্সে পৌঁছনোর পর সে দেশের প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেল্লারুপওলউ মোদীকে সম্বর্ধনা দেন।

 


মোদীর গ্রিসে আগমন ঘিরে উৎসবের মেজাজ সে দেশে প্রবাসী ভারতীয়দের মধ্যে। শুক্রবার সকাল থেকেই এথেন্সের বিভিন্ন প্রান্ত মোদীজি কি জয়, জয় হো, চক দের মতো ধ্বনিতে মুখরিত হচ্ছে। সে দেশের প্রবাসীরাও চাইছেন গ্রিসের সঙ্গে ভারতের মজবুত সম্পর্ক।

Next Article