PM Narendra Modi: ‘ আমন্ত্রণ পেয়ে সম্মানিত’, দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 15, 2023 | 12:07 PM

US Congress: আগামী ২২ জুন মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক নানা প্রতিবন্ধকতা ও ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন তিনি, এমনটাই জানা গিয়েছে।

PM Narendra Modi:  আমন্ত্রণ পেয়ে সম্মানিত, দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রী মোদী
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: বিগত কয়েক বছরে আমেরিকার সঙ্গে মজবুত হয়েছে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক (Bi-lateral Relation)। বিভিন্ন ইস্যুতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা। দুই দেশের এই মজবুত সম্পর্কের নেপথ্যে অন্যতম কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এমনটাই মনে করেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে মার্কিন কংগ্রেসে যৌথ বৈঠকে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দুইবার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার আমন্ত্রণ পেলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী টুইট করে ধন্যবাদও জানান এই আমন্ত্রণের জন্য।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাককার্থি, সেনেটর চাক সুমার, রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল, ডেমোক্রাটিক নেতা হাকিম জেফারিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন, “এই আমন্ত্রণের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি এই আমন্ত্রণ গ্রহণ করছি এবং ফের একবার কংগ্রেসে বক্তব্য রাখার সুযোগ পেয়ে অত্যন্ত সম্মানিতবোধ করছি।”
তিনি আরও বলেন, “আমেরিকার সঙ্গে বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আমরা গর্বিত। গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবই আমাদের একসঙ্গে জুড়েছে।”

আগামী ২২ জুন মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক নানা প্রতিবন্ধকতা ও ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন তিনি, এমনটাই জানা গিয়েছে। ওই দিনই প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।

এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ২০১৬ সালের জুন মাসে তিনি বক্তব্য রেখেছিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দুইবার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখবেন। এর আগে ১৯৮৫ সালে রাজীব গান্ধী, ১৯৯৪ সালে পিভি নরসিমহা রাও, ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ী, ২০০৫ সালে মনমোহন সিং মার্কিন কংগ্রেসে বক্তব্য রেখেছিলেন। বিশ্বের প্রেক্ষিতে একমাত্র ইজরায়েল প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানাহু তিনবার বক্তব্য রেখেছেন।

Next Article