PM Narendra Modi: মোদীর সাফল্যের মুকুটে আরও নতুন পালক, গায়ানা-বার্বাডোজও দিচ্ছে সর্বোচ্চ সম্মান

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 20, 2024 | 1:48 PM

PM Modi Highest Award: গায়ানা তাদের দেশের সর্বোচ্চ সম্মান 'দ্য অর্ডার অব এক্সিলেন্স'-এ সম্মানিত করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বার্বাডোজ "অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ" সম্মানে সম্মানিত করা হবে প্রধানমন্ত্রীকে।

PM Narendra Modi: মোদীর সাফল্যের মুকুটে আরও নতুন পালক, গায়ানা-বার্বাডোজও দিচ্ছে সর্বোচ্চ সম্মান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

বার্বাডোস: মোদীর মুকুটে জুড়ল আরও সম্মানের পালক। এবার গায়ানা ও বার্বাডোজও তাদের দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দিন দুয়েক আগেই নাইজেরিয়া তাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে প্রধানমন্ত্রী মোদীকে। এবার গায়ানা ও বার্বাডোজও সর্বোচ্চ সম্মানে সম্মানিত করতে চলেছে প্রধানমন্ত্রী মোদীকে।

জি ২০ সম্মেলনে যোগ দিতেই ব্রাজিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দেশের সফর ছিল তাঁর। প্রথমে যান নাইজেরিয়ায়, সেখান থেকে ব্রাজিলে জি ২০ সম্মেলনে যোগ দেন। শেষ ধাপে গায়ানা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। আজই সেখানে পৌঁছন তিনি।

জানা গিয়েছে, গায়ানা তাদের দেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’-এ সম্মানিত করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বার্বাডোজ “অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ” সম্মানে সম্মানিত করা হবে প্রধানমন্ত্রীকে।

এর দিন কয়েক আগেই, ডমিনিকাও তাদের সর্বোচ্চ সম্মান ‘ডমিনিকা অ্যাওয়ার্ড অব অনার’-এ সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী মোদীকে। নাইজেরিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রান্ড কম্যান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইগার’ সম্মানও দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে।

এই নিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্মানের সংখ্যা ১৯-এ পৌঁছল।

Next Article