AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Japan: চড়লেন শিনকানসেন বুলেট ট্রেনে, সেনদাইতে উষ্ণ অভ্যর্থনা পেলেন ‘মোদী-সান’

India-Japan Relation: প্রধানমন্ত্রী মোদী কথা বলেন ভারতীয় লোকো পাইলটদের সঙ্গেও, যারা বর্তমানে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানিতে প্রশিক্ষণ নিচ্ছেন। ঘুরে দেখেন জাপানের নতুন আলফা-এক্স ট্রেন। প্রধানমন্ত্রী মোদীকে বুলেট ট্রেন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন ইস্ট জাপান রেলওয়ে কোম্পানির চেয়ারম্যান।

PM Modi in Japan: চড়লেন শিনকানসেন বুলেট ট্রেনে, সেনদাইতে উষ্ণ অভ্যর্থনা পেলেন 'মোদী-সান'
জাপান সফরে প্রধানমন্ত্রী মোদী।Image Credit: X
| Updated on: Aug 30, 2025 | 12:50 PM
Share

টোকিয়ো: জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ট্রেন স্টেশনে তাঁকে স্বাগত জানান জাপানের নাগরিকরা। ডেকে ওঠেন মোদী-সান বলে।

১৫ তম ভারত-জাপান বার্ষিক সামিটে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার (৩০ অগস্ট) জাপান সফরের দ্বিতীয় দিনে বুলেট ট্রেনে সফর করেন প্রধানমন্ত্রী মোদী। টোকিয়ো থেকে সেনদাই শহরে যান। সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রীও। জাপানের সেনদাই শহরে যান তাঁরা। সেখানেও তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয়। স্থানীয় বাসিন্দারা ভারতের প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য। তারা প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে হাত নাড়েন, ছবি তোলেন। বলেন, “ওয়েলকাম, মোদী-সান”। প্রধানমন্ত্রী মোদীও স্টেশনে উপস্থিত ছোট ছোট শিশুদের সঙ্গে হাত মেলান।

এরপরে প্রধানমন্ত্রী মোদী কথা বলেন ভারতীয় লোকো পাইলটদের সঙ্গেও, যারা বর্তমানে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানিতে প্রশিক্ষণ নিচ্ছেন। ঘুরে দেখেন জাপানের নতুন আলফা-এক্স ট্রেন। প্রধানমন্ত্রী মোদীকে বুলেট ট্রেন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন ইস্ট জাপান রেলওয়ে কোম্পানির চেয়ারম্যান। সেনদাই শহরে তিনি সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট ও বুলেট ট্রেন কোচ ম্যানুফাকচারিং সাইটে পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী মোদী।

জাপানের প্রধানমন্ত্রী ইশিবাও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ছবি ভাগ করে নেন। এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেনদাই যাচ্ছি। আজ জাপানে শেষ দিন ওঁর, তাই আমি ওঁর সঙ্গে গাড়িতেও থাকব।”

প্রধানমন্ত্রীর এই জাপান সফর সম্পর্কে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “এটা বন্ধুত্ব ও উন্নতির যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা একসঙ্গে শিনকানসেন চেপে সেনদাই-তে গেলেন। এটা ভারত-জাপানের বন্ধুত্বের প্রমাণ।”