দোহা: সংযুক্ত আরব আমিরশাহি সফর সেরে কাতারে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাতেই তিনি কাতারের রাজধানী দোহায় এসে পৌঁছন। দুইদিনের সফরে তিনি কাতারের এমির বা রাজা শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্প্রতিই কাতার থেকে নৌসেনার প্রাক্তন ৮ কর্তার মুক্তিকে প্রধানমন্ত্রী মোদী ও ভারত সরকারের বিরাট কূটনৈতিক জয় বলেই দেখা হচ্ছে। সেই সময়ই প্রধানমন্ত্রীর কাতার সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
দুইদিনের সফরে বুধবার সংযুক্ত আরব আমিরশাহিতে বাপস হিন্দু মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে মজবুত সম্পর্ক গড়া নিয়েও কথা বলেন তিনি। এরপর আবু ধাবি থেকেই তিনি কাতারের উদ্দেশে রওনা দেন। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন কাতারের বিদেশ প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি।
প্রধানমন্ত্রী মোদীর দুইদিনের কাতার সফরে তিনি সে দেশের প্রধান তথা এমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে কাতারের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।
Had a wonderful meeting with PM @MBA_AlThani_. Our discussions revolved around ways to boost India-Qatar friendship. pic.twitter.com/5PMlbr8nBQ
— Narendra Modi (@narendramodi) February 14, 2024
বুধবার রাতেই কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে।
An exceptional welcome in Doha! Grateful to the Indian diaspora. pic.twitter.com/malGuS3jFW
— Narendra Modi (@narendramodi) February 14, 2024
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে ভারত-কাতারের বন্ধুত্বকে আরও মজবুত করতে আশাবাদী তিনি। ২০১৬ সালের পর এই প্রথম কাতার এলেন প্রধানমন্ত্রী মোদী। ২০১৫ সালে কাতারের এমির ভারত সফরে এসেছিলেন।
প্রসঙ্গত, গত বছরের শেষ ভাগে কাতার আদালতের তরফে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৮ ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এরা সকলেই ভারতীয় নৌ-সেনার প্রাক্তন কর্মী ছিলেন। ভারতের হস্তক্ষেপেই সম্প্রতি কাতার প্রশাসনের তরফে ওই ৮ ভারতীয়কে মুক্তি দেওয়া হয়। দেশে ফিরে আসেন তাঁরা।