Video: ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’, হিন্দি গানে মোদীকে অভ্যর্থনা প্রবাসী ভারতীয়র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 24, 2023 | 10:07 PM

PM Modi at Cairo: হিন্দি গান গেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে পেরে অভিভূত জিনাও। প্রধানমন্ত্রী মোদীর সামনে দাঁড়িয়ে গান গাওয়ার পর কেমন লাগল? প্রশ্নের জবাবে জিনার এক শব্দে জবাব, 'সম্মানিত'।

Video: ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, হিন্দি গানে মোদীকে অভ্যর্থনা প্রবাসী ভারতীয়র
প্রধানমন্ত্রীকে কায়রোয় অভ্যর্থনা প্রবাসী ভারতীয়দের।

Follow Us

কায়রো: তিনদিনের সফল মার্কিন সফরের পর শনিবার বিকালেই মিশর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ২৬ বছর পর প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে মিশরে পা রাখলেন। কায়রো (Cairo) বিমানবন্দরে পা রাখতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলি স্বয়ং। তবে কেবল মিশরের রাষ্ট্রপ্রধান নন, ভারতের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে, ভারতীয় হিন্দি সিনেমার (Sholay) গান গেয়ে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান সেখানকার প্রবাসী ভারতীয় মহিলা। যা শুনে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন কায়রো বিমানবন্দরে মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলির থেকে উষ্ণ অভ্যর্থনা এবং ‘গার্ড অফ অনার’ নেওয়ার পর প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কায়রো শহরেরই একটি হোটেলে প্রবাসী ভারতীয়দের সঙ্গে তাঁর আলাপচারিতার ব্যবস্থা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছতেই প্রবাসী ভারতীয় মহিলারা একেবারে ভারতীয় কায়দায় শাড়ি পরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁদের মধ্যেই জিনা নামে একজন আবার ভারতীয় হিন্দি সিনেমা ‘শোলে’-র জনপ্রিয় গান ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’-র দু-কলি গেয়ে শোনান প্রধানমন্ত্রী মোদীকে।

কোনও বাদ্যযন্ত্র, মাইক ছাড়া খালি গলায় ওই প্রবাসী যেভাবে শোলে সিনেমার গান গাইলেন, সেটা শুনে অভিভূত হয়ে যান প্রধানমন্ত্রী। তিনি ওই মহিলার সামনে দাঁড়িয়ে গানের দু-কলির সম্পূর্ণ অংশ মনোযোগ সহকারে শোনেন এবং করতালি দিয়ে বাহবা দেন। তারপর তাঁর গানের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও বলেন, “কেউ বুঝতে পারবে না যে, আপনি মিশরের নাগরিক নাকি ভারতীয় মেয়ে।”

হিন্দি গান গেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে পেরে অভিভূত জিনাও। প্রধানমন্ত্রী মোদীর সামনে দাঁড়িয়ে গান গাওয়ার পর কেমন লাগল? প্রশ্নের জবাবে জিনার এক শব্দে জবাব, ‘সম্মানিত’। তারপর তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করার মুহূর্ত ছিল অসাধারণ।”

তবে কেবল শোলে সিনেমার ইয়ে দোস্তি হাম না তোড়েঙ্গে নয়, হিন্দি গানের রীতিমতো চর্চা করেন ভারতীয় বংশোদ্ভূত জিনা। মিশরে থাকলেও তিনি ১২-১৩ বছর ধরে হিন্দি গানের চর্চা করছেন এবং ৬ বছর বয়সে প্রথম হিন্দি গান গাওয়া শুরু করেছেন বলে জানান জিনা।

Next Article