নয়াদিল্লি: গাজার একটি হাসপাতালে রকেট হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫০০ জন। সেই ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে মোদী লিখেছেন, “জড়িতদের দায়ী করতে হবে।” ৭ অক্টোবর হামাস বাহিনী গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলে রকেট হামলা চালানোয় প্রচুর সাধারণ ইজরায়েলবাসীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনারও নিন্দা করেছিলেন মোদী।
গাজার হাসপাতালে রকেট হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে মোদী লিখেছেন, “গাজার আল আহলি হাসপাতালে প্রাণহানির ঘটনায় গভীর মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সাম্প্রতিক দ্বন্দ্বে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি একটি উদ্বেগের বিষয়। যারা জড়িত তাদের দায়ী করতে হবে।” প্রসঙ্গত, ৭ অক্টোবর বিনা প্ররোচনায় ইজরায়েলে হামাস বাহিনীর আক্রমণের নিন্দা করেছিলেন মোদী এবং ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছিল। যদিও মধ্য প্রাচ্যের এই দ্বন্দ্বে কৌশলী অবস্থান নেয় বিদেশমন্ত্রকে। সেই বিবৃতিতে প্যালেস্তাইনের অধিকারের বিষয়টিও উল্লেখিত হয়েছে। এ বার গাজার হাসপাতালে হামলা নিয়ে পোস্ট করে মোদীও সেই ভারসাম্য বজায় রাখলেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
Deeply shocked at the tragic loss of lives at the Al Ahli Hospital in Gaza. Our heartfelt condolences to the families of the victims, and prayers for speedy recovery of those injured.
Civilian casualties in the ongoing conflict are a matter of serious and continuing concern.…
— Narendra Modi (@narendramodi) October 18, 2023
গাজার হাসপাতালে রকেট হামলা ও বিস্ফোরণের দায় ইজরায়েলের উপর চাপিয়েছিল প্যালেস্তাইন। যদিও সেই অভিযোগ অস্বীকার করে ইজরায়েল। গাজার ইসলামিক জেহাদি গোষ্ঠীর রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে বলে দাবি করে ইজরায়েল। ওই হাসপাতালে এই ঘটনা ঘটনার আগে ও পরের ফুটেজও প্রকাশ করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। হামাস ও ইজরায়েলের মধ্যে চলতি যুদ্ধে হাসপাতালে এই প্রাণহানির ঘটনা নিশ্চিতভাবে সভ্যতার বুকে কলঙ্কিত ঘটনা হয়ে রইল, তাতে একমত কমবেশি সকলেই।