রোম: গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস(Pope Francis)। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পোপের শ্বাসযন্ত্রে সংক্রমণ(Respiratory Infection) হয়েছে বলেই জানা গিয়েছে। পোপ ফ্রান্সিস অসুস্থ হয়ে পড়তেই চিন্তায় রয়েছে রোমের ভ্যাটিকান সিটি। ভ্যাটিকানের (Vatican City) তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিগত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল পোপ ফ্রান্সিসের। বুধবার অসুস্থতা জটিল হলে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছে, পোপের শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়েছে। আগামী কয়েকদিন আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে বলেই জানানো হয়েছে।
৮৬ বছরের পোপ ফ্রান্সিস বিগত বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন। একাধিকবার তাঁর নানা সফরও বাতিল করতে হয়। বুধবারও হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটেও ব্রুনি একটি বিবৃতি জারি করে বলেছেন, “বিগত বেশ কয়েকদিন ধরেই পোপ ফ্রান্সিস শ্বাস নিতে সমস্যার কথা জানিয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে রোমের জেমিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পরীক্ষার পর শ্বাসযন্ত্রে সংক্রমণের কথা জানা যায়। পোপের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালে চিকিৎসার দরকার।”