Pope Francis: গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস, তড়িঘড়ি ভ্যাটিকান থেকে নিয়ে যাওয়া হল হাসপাতালে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 30, 2023 | 8:22 AM

Pope Francis Hospitalized: বুধবার দুপুরেই ভ্যাটিকানের তরফে জানানো হয়েছিল, রুটিন চেকআপের জন্যই পোপ ফ্রান্সিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই জল্পনা শোনা গিয়েছিল, পোপ হয়তো করোনায় আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসকেরা সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

Pope Francis: গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস, তড়িঘড়ি ভ্যাটিকান থেকে নিয়ে যাওয়া হল হাসপাতালে
পোপ ফ্রান্সিস। ছবি:PTI

Follow Us

রোম: গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস(Pope Francis)। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পোপের শ্বাসযন্ত্রে সংক্রমণ(Respiratory Infection) হয়েছে বলেই জানা গিয়েছে। পোপ ফ্রান্সিস অসুস্থ হয়ে পড়তেই চিন্তায় রয়েছে রোমের ভ্যাটিকান সিটি। ভ্যাটিকানের (Vatican City) তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিগত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল পোপ ফ্রান্সিসের। বুধবার অসুস্থতা জটিল হলে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছে, পোপের শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়েছে। আগামী কয়েকদিন আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে বলেই জানানো হয়েছে।

৮৬ বছরের পোপ ফ্রান্সিস বিগত বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন। একাধিকবার তাঁর নানা সফরও বাতিল করতে হয়। বুধবারও হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটেও ব্রুনি একটি বিবৃতি জারি করে বলেছেন, “বিগত বেশ কয়েকদিন ধরেই পোপ ফ্রান্সিস শ্বাস নিতে সমস্যার কথা জানিয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে রোমের জেমিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পরীক্ষার পর শ্বাসযন্ত্রে সংক্রমণের কথা জানা যায়। পোপের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালে চিকিৎসার দরকার।”

বুধবার দুপুরেই ভ্যাটিকানের তরফে জানানো হয়েছিল, রুটিন চেকআপের জন্যই পোপ ফ্রান্সিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই জল্পনা শোনা গিয়েছিল, পোপ হয়তো করোনায় আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসকেরা সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
চলতি মাসেই ক্যাথলিক চার্চের প্রধান হিসাবে ১০ বছর পূরণ করেন। ভক্তদের সঙ্গে তিনি যে সাপ্তাহিক সাক্ষাৎ করেন, সেখানেও তাঁকে আপাতচোখে সুস্থ বলে মনে হলেও, ইটালিয়ান সংবাদমাধ্যমের দাবি, গাড়িতে ওঠার জন্য পোপকে সাহায্য নিতে হচ্ছিল এবং ভ্যাটিকানে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষ হওয়ার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য়, দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছেন এই আর্জেন্টাইন ধর্মগুরু। বিগত কয়েক মাসে তাঁকে হুইলচেয়ারেই চলাফেরা করতে দেখা যায়।  এর আগে ২০২১ সালে পোপ ফ্রান্সিসের মলাশয়ে অস্ত্রোপচার হয়।
Next Article