লন্ডন: মাকে হারিয়েছেন। শোকে মূহ্যমান। তারই মধ্যে রাজ পরিবারের পরম্পরা মেনে ব্রিটেনের রাজা হলেন প্রিন্স অব ওয়েলস চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের তিনি জ্যেষ্ঠ পুত্র। আজ রানির প্রয়াণের পর ৭৩ বছর বয়সে ব্রিটেনের রাজসিংহাসনে বসবেন চার্লস।
দীর্ঘ সাত দশক ব্রিটেনের রানি ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। গ্রীষ্মকালীন অবকাশ কাটাতে তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। আজ সেখানেই প্রয়াত হন। রানির অসুস্থতার খবর পেয়ে স্কটল্যান্ডে পৌঁছে যান তাঁর চার পুত্র-কন্যা। যুবরাজ চার্লস, রাজকুমারী অ্যান, যুবরাজ অ্যান্ড্রু এবং যুবরাজ এডওয়ার্ড। রানির অসুস্থতার খবর পেয়ে চার্লসের দুই পুত্র যুবরাজ উইলিয়াম ও হ্যারি স্কটল্যান্ড পৌঁছে যান।
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর বাকিংহাম প্যালেসের তরফে বিবৃতি জারি করে শোকপ্রকাশ করা হয়। ওই বিবৃতি জারি করা হয় রাজার তরফে। বিবৃতিতে রাজা চার্লস বলেন, “আমার এবং আমার পরিবারের সমস্ত সদস্যের কাছে গভীর দুঃখের মুহূর্ত।”
A statement from His Majesty The King: pic.twitter.com/AnBiyZCher
— The Royal Family (@RoyalFamily) September 8, 2022
রানি দ্বিতীয় এলিজাবেথের চার সন্তানের মধ্যে বড় যুবরাজ চার্লসের জন্ম ১৯৪৮ সালের ১৪ নভেম্বর। এরপর রাজকুমারী অ্যানের জন্ম ১৯৫০ সালের ১৫ অগস্ট। রানির তৃতীয় সন্তান যুবরাজ অ্যান্ড্রুর জন্ম ১৯৬০ সালের ১৯ ফেব্রুয়ারি। আর চতুর্থ সন্তান যুবরাজ এডওযার্ডের জন্ম ১৯৬৪ সালের ১০ মার্চ। রাজ পরিবারের পরম্পরা মেনে ব্রিটেন এবং ১৪টি কমনওয়েলথ দেশের রাজা হচ্ছেন চার্লস। ১৯৫৮ সালের ২৬ জুলাই থেকে তিনি প্রিন্স অব ওয়েলস ছিলেন। ব্রিটেনের রাজ পরিবারে সবচেয়ে বেশিদিন প্রিন্স অব ওয়েলস থেকেছেন তিনি। এবার তাঁর জ্যেষ্ঠ পুত্র যুবরাজ উইলিয়াম প্রিন্স অব ওয়েলস হবেন। আর চার্লসের স্ত্রী ক্য়ামিলা হবেন কুইন কনসর্ট।
লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে চার্লসকে রাজা ঘোষণা করা হবে। কিন্তু, ওই অনুষ্ঠানের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।