Queen Elizabeth II: কোথাও ঘোড়ার পিঠে, কোথাও মাদারের সঙ্গে – এক ডজন বিরল ছবিতে ‘রানি-কাহিনি’, দেখুন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 09, 2022 | 3:56 AM

Queen Elizabeth II: ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের একডজন বিরল ছবি। মাদার টেরেসা, ইন্দিরা গান্ধীর সঙ্গেও রয়েছে ছবি।

1 / 13
১৯২৬ সালে জন্মেছিলেন প্রিন্সেস এলিজাবেথ। ১৯২৭ সালের এই ছবিতে, প্রিন্সেস এলিজাবেথ (বাঁদিকে)-কে দেখা যাচ্ছে তাঁর তুতো ভাই, প্রিন্স জেরাল্ড ল্যাসেলেসের (ডানে) সঙ্গে। তাঁদের উইন্ডসর ক্যাসেলের ময়দানে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।

১৯২৬ সালে জন্মেছিলেন প্রিন্সেস এলিজাবেথ। ১৯২৭ সালের এই ছবিতে, প্রিন্সেস এলিজাবেথ (বাঁদিকে)-কে দেখা যাচ্ছে তাঁর তুতো ভাই, প্রিন্স জেরাল্ড ল্যাসেলেসের (ডানে) সঙ্গে। তাঁদের উইন্ডসর ক্যাসেলের ময়দানে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।

2 / 13
কুকুর অন্তপ্রাণ ছিলেন রানি এলিজাবেথ। প্রিন্সেস ডায়ানা বলেছিলেন কুকুররা যেন রানির "চলন্ত কার্পেট", কারণ তারা সর্বত্র তাঁর সঙ্গে ঘুরত। ছবিতে ১০ বছরের প্রিন্সেস এলিজাবেথকে তাঁর পোষ্য কুকুরটিকে নিয়ে লন্ডনের হাইড পার্কে ভ্রমণ করতে দেখা যাচ্ছে।

কুকুর অন্তপ্রাণ ছিলেন রানি এলিজাবেথ। প্রিন্সেস ডায়ানা বলেছিলেন কুকুররা যেন রানির "চলন্ত কার্পেট", কারণ তারা সর্বত্র তাঁর সঙ্গে ঘুরত। ছবিতে ১০ বছরের প্রিন্সেস এলিজাবেথকে তাঁর পোষ্য কুকুরটিকে নিয়ে লন্ডনের হাইড পার্কে ভ্রমণ করতে দেখা যাচ্ছে।

3 / 13
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অল্প সময়ের জন্য ১৬ বছর বয়সী রাজকুমারী এলিজাবেথ ব্রিটিশ রয়্যাল আর্মির ট্রান্সপোর্ট সার্ভিসে পরিষেবা দিয়েছিলেন। ছবিটি সেই সময়ের, ১৯৪২ সালে তোলা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অল্প সময়ের জন্য ১৬ বছর বয়সী রাজকুমারী এলিজাবেথ ব্রিটিশ রয়্যাল আর্মির ট্রান্সপোর্ট সার্ভিসে পরিষেবা দিয়েছিলেন। ছবিটি সেই সময়ের, ১৯৪২ সালে তোলা।

4 / 13
কুকুর ছাড়া আর যে প্রাণীটিকে অত্যন্ত ভালবালসতেন রানি দ্বিতীয় এলিজাবেথ, সেটা হল ঘোড়া। ছবিটি ১৯৩৫ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের উইন্ডসর গ্রেট পার্কে তোলা ছবিতে, রাইডিং মাস্টারের সঙ্গে ঘোড়ার পিঠে দেখা যাচ্ছে প্রিন্সেস এলিজাবেথকে।

কুকুর ছাড়া আর যে প্রাণীটিকে অত্যন্ত ভালবালসতেন রানি দ্বিতীয় এলিজাবেথ, সেটা হল ঘোড়া। ছবিটি ১৯৩৫ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের উইন্ডসর গ্রেট পার্কে তোলা ছবিতে, রাইডিং মাস্টারের সঙ্গে ঘোড়ার পিঠে দেখা যাচ্ছে প্রিন্সেস এলিজাবেথকে।

5 / 13
১৯৩৭ সালের ১২ মের এই ছবিতে, ব্রিটেনের রাজকুমারী এলিজাবেথ এবং রাজকুমারী মার্গারেটকে লন্ডনে তাদের পিতা রাজা ষষ্ঠ জর্জের রাজ্যাভিষেকের দিন বাকিংহাম প্যালেসের বারান্দায় দেখা যাচ্ছে। এলিজাবেথ রয়েছে বাঁ দিকে।

১৯৩৭ সালের ১২ মের এই ছবিতে, ব্রিটেনের রাজকুমারী এলিজাবেথ এবং রাজকুমারী মার্গারেটকে লন্ডনে তাদের পিতা রাজা ষষ্ঠ জর্জের রাজ্যাভিষেকের দিন বাকিংহাম প্যালেসের বারান্দায় দেখা যাচ্ছে। এলিজাবেথ রয়েছে বাঁ দিকে।

6 / 13
তাঁর বোন, প্রিন্সেস মার্গারেট রোজের সঙ্গে প্রিন্সেস এলিজাবেথ।  প্রিন্সেস মার্গারেট রোজের একটি বইয়ের কোনও আকর্ষণীয় বিষয়ের দিকে ইঙ্গিত করছেন। ছবিটি ১৯৪২ সালে লন্ডনে বাকিংহাম প্যালেসের বোল রুমে তোলা। এলিজাবেথ তাঁর ছোট বোন মার্গারেটের সঙ্গে বাড়িতেই পড়াশোনা করেছিলেন, কোনওদিন সাধারণ স্কুলে যাননি।

তাঁর বোন, প্রিন্সেস মার্গারেট রোজের সঙ্গে প্রিন্সেস এলিজাবেথ। প্রিন্সেস মার্গারেট রোজের একটি বইয়ের কোনও আকর্ষণীয় বিষয়ের দিকে ইঙ্গিত করছেন। ছবিটি ১৯৪২ সালে লন্ডনে বাকিংহাম প্যালেসের বোল রুমে তোলা। এলিজাবেথ তাঁর ছোট বোন মার্গারেটের সঙ্গে বাড়িতেই পড়াশোনা করেছিলেন, কোনওদিন সাধারণ স্কুলে যাননি।

7 / 13
১৯৪৭ সালের নভেম্বরে তোলা এই ছবিতে, সদ্য বিবাহিত ব্রিটেনের রাজকুমারী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপকে দেখা যাচ্ছে। ইংল্যান্ডের রমসে ব্রডল্যান্ডসে তাঁরা মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন।

১৯৪৭ সালের নভেম্বরে তোলা এই ছবিতে, সদ্য বিবাহিত ব্রিটেনের রাজকুমারী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপকে দেখা যাচ্ছে। ইংল্যান্ডের রমসে ব্রডল্যান্ডসে তাঁরা মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন।

8 / 13
১৯৫৩ সালের ২ জুন, রাজ্যাভিষেকের সময় লন্ডনে প্রথমবার ব্রিটেনের সিংহাসনে বসেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। পরের ৭০ বছর ধরে চলেছে তাঁর শাসনকাল।

১৯৫৩ সালের ২ জুন, রাজ্যাভিষেকের সময় লন্ডনে প্রথমবার ব্রিটেনের সিংহাসনে বসেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। পরের ৭০ বছর ধরে চলেছে তাঁর শাসনকাল।

9 / 13
১৯৮৩ সালের ১৭ নভেম্বরে তোলা এই ছবিতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলতে। ছবিটি তোলা হয়েছিল নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে, রানির ভারত সফরের প্রথম দিনে।

১৯৮৩ সালের ১৭ নভেম্বরে তোলা এই ছবিতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলতে। ছবিটি তোলা হয়েছিল নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে, রানির ভারত সফরের প্রথম দিনে।

10 / 13
ওই বছরেরই ২৪ নভেম্বর এই ছবিটি তোলা হয়েছিল। ছবিতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে সাম্মনিক 'অর্ডার অফ মেরিট' পদক গ্রহণ করতে দেখা যাচ্ছে মাদার টেরেসাকে।

ওই বছরেরই ২৪ নভেম্বর এই ছবিটি তোলা হয়েছিল। ছবিতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে সাম্মনিক 'অর্ডার অফ মেরিট' পদক গ্রহণ করতে দেখা যাচ্ছে মাদার টেরেসাকে।

11 / 13
১৯৮৭ সালের এই ছবিতে প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা (বাঁদিকে) এবং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে ক্লারেন্স হাউসের বাইরে দেখা যাচ্ছে। ডায়ানা ও চার্লসের বিবাহ বিচ্ছেদে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন রানি, এমনটাই শোনা যায়।

১৯৮৭ সালের এই ছবিতে প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা (বাঁদিকে) এবং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে ক্লারেন্স হাউসের বাইরে দেখা যাচ্ছে। ডায়ানা ও চার্লসের বিবাহ বিচ্ছেদে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন রানি, এমনটাই শোনা যায়।

12 / 13
২০১৬ সালে তোলা ছবি। রানীর ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে বাকিংহাম প্যালেসের বারান্দায় গোটা রাজ পরিবার।

২০১৬ সালে তোলা ছবি। রানীর ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে বাকিংহাম প্যালেসের বারান্দায় গোটা রাজ পরিবার।

13 / 13
চলে গেলেন সাত দশকের রানি, থেকে গেল তাঁর উত্তরাধিকার। তিনি পুরনোপন্থী ছিলেন, কিন্তু, সেটাই ছিল তাঁর সাফল্যের চাবিকাঠি। পরিবর্তিত বিশ্বে তাঁর বিনয় এবং সংযম প্রয়োজনীয় গুণাবলী হিসাবে প্রমাণিত হয়েছে।

চলে গেলেন সাত দশকের রানি, থেকে গেল তাঁর উত্তরাধিকার। তিনি পুরনোপন্থী ছিলেন, কিন্তু, সেটাই ছিল তাঁর সাফল্যের চাবিকাঠি। পরিবর্তিত বিশ্বে তাঁর বিনয় এবং সংযম প্রয়োজনীয় গুণাবলী হিসাবে প্রমাণিত হয়েছে।

Next Photo Gallery