British Royal Family: রাজ পরিবার থেকে দূরেই হ্যারি, রানির অবর্তমানে দায়িত্ব বাড়ল উইলিয়াম-কেটের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 09, 2022 | 9:59 AM

British Royal Family: জানা গিয়েছে, রানির মৃত্যুর পর প্রিন্স উইলিয়াম প্রিন্স অব ওয়েলস বা ডিউক অব কর্নওয়েলের উপাধি পাবেন। তাঁর স্ত্রী কেট মিডলটন হবেন প্রিন্সেস অব ওয়েলস।

British Royal Family: রাজ পরিবার থেকে দূরেই হ্যারি, রানির অবর্তমানে দায়িত্ব বাড়ল উইলিয়াম-কেটের
রানির অবর্তমানে কে কোন পদ পাচ্ছেন?

Follow Us

লন্ডন: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্বই। বৃহস্পতিবার দুপুরেই খবর মিলেছিল, শারীরিক অবস্থা ভাল নয় রানির। এরপরই স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছুটে যান রাজপরিবারের সদস্যরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিকেলে বাকিংহ্যাম প্যালেসের তরফে বিবৃতি জারি করে জানানো হয় যে বালমোরাল প্রাসাদেই শেষ নিশ্বাস ত্য়াগ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রয়াণের পর এবার রাজগদিতে বসতে চলেছেন ৭৩ বছর বয়সী প্রিন্স চার্লস। রানির গদিতে বসবেন ডাচেস অব কর্নওয়েল ক্যামিলিয়া। তবে রদবদল শুধু এইটুকুই নয়। রানির বড় নাতি প্রিন্স উইলিয়ামেরও পদ ও দায়িত্ব বদল হতে চলেছে।

জানা গিয়েছে, রানির মৃত্যুর পর প্রিন্স উইলিয়াম প্রিন্স অব ওয়েলস বা ডিউক অব কর্নওয়েলের উপাধি পাবেন। তাঁর স্ত্রী কেট মিডলটন হবেন প্রিন্সেস অব ওয়েলস। এর আগে প্রিন্স উইলিয়াম ডিউক অব কেমব্রিজ ছিলেন। তবে রানির প্রয়াণের পর প্রিন্স অব ওয়েলস চার্লস রাজগদিতে বসায় উত্তরাধিকার সূত্রেই উইলিয়াম এই নতুন দায়িত্ব পাবেন।

উল্লেখ্য, প্রিন্স অব ওয়েলস পদটি রাজগদির উত্তরসূরির জন্যই বেছে রাখা হয়। রাজা বা রানির অবর্তমানে রাজগদিতে যিনি বসবেন, তিনিই প্রিন্স অব ওয়েলস পদটি পান। এতদিন এই পদে ছিলেন প্রিন্স চার্লস, যিনি আজ থেকে ব্রিটেনের রাজা হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। ‘প্রিন্সেস অব ওয়েলস’ পদটি শেষ পেয়েছিলেন প্রিন্সেস ডায়না। ডাচেস ক্যামিলিয়ারও এই পদ পাওয়ার কথা থাকলেও, তিনি প্রিন্সেস ডায়নাকে সম্মান জানাতেই তিনি ওই পদ গ্রহণ করেননি।

এবার প্রিন্স উইলিয়াম এই পদ গ্রহণ করবেন কি না, তা এখনও জানা যায়নি।

Next Article