Sexiest bald: ব্রিটিশ যুবরাজই ‘সেক্সিতম টেকো’! তাঁর নগ্ন ছবির সার্চ ৩২ হাজারেরও বেশি

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 19, 2023 | 4:43 PM

sexiest bald man, Prince William: এই বিষয়ে উইলিয়াম পিছনে ফেলেছেন ভিন ডিজেল এবং জেসন স্ট্যাথামদের মতো হলিউডি তারকাদেরও। তবে, এই খেতাবে মোটেই খুশি নন, প্রিন্স উইলিয়ামের অনুগামীরা। কিন্তু, কীসের ভিত্তিতে এই তকমা দেওয়া হল তাঁকে?

Sexiest bald: ব্রিটিশ যুবরাজই সেক্সিতম টেকো! তাঁর নগ্ন ছবির সার্চ ৩২ হাজারেরও বেশি
চকচকে টাকের জেরে জুটলো সেক্সিতম টেকোর তকমা
Image Credit source: AFP

Follow Us

লন্ডন: ২০২৩ সালের জন্য বিশ্বের সেক্সিতম টেকো পুরুষের তকমা পেলেন ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম। ‘রিবুট’ নামে এক বিপণন সংস্থা এই বিষয়ে সমীক্ষা করেছে। গুগল সার্চ ইঞ্জিনে অনুসন্ধান এবং আরও কয়েকটি পরিমাপের উপর ভিত্তি করে তারা প্রিন্স উইলিয়ামকে ‘২০২৩ সালের সবথেকে সেক্সি টেকো পুরুষ’ হিসাবে মনোনীত করেছে। এই বিষয়ে উইলিয়াম পিছনে ফেলেছেন ভিন ডিজেল এবং জেসন স্ট্যাথামদের মতো হলিউডি তারকাদেরও। তবে, এই খেতাবে মোটেই খুশি নন, প্রিন্স উইলিয়ামের অনুগামীরা।

এই সমীক্ষার সবথেকে বড় পরিমাপ ছিল, গুগল সার্চ ইঞ্জিনে কোনও টেকো পুরুষকে কতবার ‘উর্ধাঙ্গ অনাবৃত’ অথবা ‘নগ্ন’ দেখতে চেয়ে অনুসন্ধান করা হয়েছে। এর পাশাপাশি বিতার করা হয়েছে, টেকো সেলিব্রিটিদের উচ্চতা, তাঁদের কণ্ঠস্বর কতটা আকর্ষণীয়, তাদের মোট সম্পত্তি কত এই সমস্ত বিষয়। এছাড়া, তাঁদের মাথার ত্বক কতটা চকচকে, তাও বিচার করা হয়েছে তারা কতটা সেক্সি, তা নির্ধারণের জন্য। এই সকল পরিমাপের ভিত্তিতে তাদের নম্বর দেওয়া হয়েছে। ১০-এর মধ্যে তারা কত স্কোর পেয়েছেন, তার ভিত্তিতে কে কতটা সেক্সি, তা বিচার করা হয়েছে।

যুবরাজ উইলিয়ামই সবথেকে বেশি নম্বর পেয়েছেন, ৯.৮৮। সমীক্ষা অনুসারে, তাঁর মোট সম্পদের পরিমাণ ১০০ মিলিয়ন ডলার, অর্থাৎ ৮৩২ কোটি টাকার বেশি। তাঁর উচ্চতা ১.৯১ মিটার। কন্ঠস্বরের আকর্ষনে প্রিন্স উইলিয়াম পেয়েছেন ১০-এর মধ্যে ৯.৯১ বম্বর। আর তাঁর চকচকে টাকের জন্য তিনি ১০-এর মধ্যে ৮.৯০ নম্বর পেয়েছেন। আর চলতি বছরে তাঁকে উর্ধাঙ্গ অনাবৃত অবস্থায় বা নগ্ন অবস্থায় দেখতে চেয়ে গুগলে সার্চ করা হয়েছে ৩৭,২০০ বার!

তাঁর পরেই আছেন দুই টেকো হলিউড সুপারস্টার – ভিন ডিজেল এবং জেসন স্ট্যাথাম। তালিকায় চতুর্থ স্থান পেয়েছেন আরেক হলিউড তারকা স্যামুয়েল এল জ্যাকসন। ধনকুবের তথা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ১০-এ ৭.১২ নম্বর পেয়ে তালিকার পঞ্চম স্থান রয়েছেন। তালিকায় ষষ্ঠ থেকে দশম স্থানে আছেন, যথাক্রমে তালিকায় কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান, রেসলিং স্টার তথা হলিউডি অভিনেতা ডোয়াইন ‘রক’ জনসন, হলিউড তারকা শেমার মুর, বাস্কেটবল তারকা শাকিল ও’নিল এবং অভিনেতা টেরি ক্রুস।

এদিকে, প্রিন্স উইলিয়ামকে সেক্সিতম টেকো বাছায় অসন্তুষ্ট তাঁর অনুগামীরা। তাঁদের একজনের অভিযোগ, প্রিন্স উইলিয়াম সম্পূর্ণরূপে টেকো নন। তাঁর মাথার পিছন দিকে অল্প অল্প চুল আছে। আরেক উইলিয়াম অনুগামী প্রশ্ন করেছেন, আপনারা কি তাঁকে অপমান করতে চাইছেন? এটা পড়ে সকলরে হাসিই পাবে। আরেকজন জানিয়েছেন, ‘রিবুট’ সংস্থা অপরাধ করেছে।

Next Article