সান সালভাদর: শনিবার (১৮ নভেম্বর) রাতে, এল সালভাদরের সান সালভাদর শহরে অনুষ্ঠিত হল ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। চূড়ান্ত তিনে জায়গা করে নিয়েছিলেন নিকারাগুয়া, অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ডের সুন্দরীরা। শেষ পর্যন্ত শিরোপা জিতেছেন নিকারাগুয়ার শেইনিস প্যালাসিওস। ভারতের শ্বেতা শারদা, সেরা ২০-র মধ্যে জায়গা করে নিয়ে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পারলেও, সুইমস্যুট রাউন্ডের পর সেরা ১০-এ যেতে পারেননি। তবে, গোটা প্রতিযোগিতায় হইচই ফেলে দিয়েছেন ‘প্রথম মিস পাকিস্তান’ এরিকা রবিন। জোর চর্চা চলছে সুইমস্যুট রাউন্ডে তাঁর পোশাক নিয়ে।
শনিবার মিস ইউনিভার্সের মঞ্চে সাঁতারের পোশাকের প্রতিযোগিতার সময় পাক সুন্দরী পরেছিলেন একটি বেবি-পিঙ্ক রঙের বুরকিনি। বুরকিনি পরে তিনি হাঁটা শুরু করতেই উপস্থিত জনতা করতালি দিয়ে তাঁর পোশাককে স্বাগত জানান। কঠিন প্রতিযোগিতায় অধিকাংশ প্রতিযোগীই সুইমস্যুট রাউন্ড পর্যন্তই যেতে পারেননি। এরিকা রবিনও শেষ রাউন্ডের যোগ্যতা অর্জন করতে পারেননি, তবে, তার আগে সুইমস্যুট রাউন্ডেই সকলের নজর কাড়েন তিনি। কী এই বুরকিনি?
বুরকিনি কথাটি এসেছে, বোরখা এবং বিকিনি থেকে। বোরখা এবং বিকিনির সমন্বয়ে এই অদ্ভুত সাঁতারের পোশাকটি প্রথম নকশা করেছিলেন অস্ট্রেলিয় ডিজাইনার আহিদা জেনেত্তি। জেনেত্তির সংস্থা, আহিদাই বুরকিনির নকশা এবং বুরকিনি শব্দটির ট্রেডমার্কের মালিক। তবে, বর্তমানে আরও বিভিন্ন নকশার বুরকিনি তৈরি করেন অন্যান্য ডিজাইনাররা। মহিলাদের এই সাঁতারের পোশাকটি শুধু মুখ, হাত এবং পা ছাড়া পুরো শরীর আবৃত রাখে। সাঁতার কাটার সুবিধার জন্য পোশাকগুলির ওজন হয় কম। মুসলিমরা যাতে হিজাব পরার বাধ্যবাধকতা মেনেও সাঁতারের পোশাক পরতে পারেন, সেই কথা মাথায় রেখেই এই পোশাক তৈরি করা হয়েছিল। এরিকার বুরকিনিটি নকশা করেছেন ফ্যাশন ডিজাইনার রুবিন সিঙ্গার।
তবে, ,সাঁতারের পোশাকের রাউন্ড শুরু হওয়ার আগেই ইতিহাস সৃষ্টি করেছেন এরিকা রবিন। প্রথম পাকিস্তানি হিসেবে তিনি এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন। এর আগে পাকিস্তান থেকে কেউ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেননি। ২৪ বছরের এই মডেল থাকেন করাচিতে। তিনি পাকিস্তানের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তাঁর সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে পাকিস্তানে কম সমালোচনা হয়নি। বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিরা তাঁর সমালোচনা করেছেন। জামাতে ইসলামি দলের নেতা মুশতাক আহমদ সাফ জানিয়েছেন, এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা পাকিস্তানিদের পক্ষে ‘লজ্জাজনক’। তবে সমালোচনাকে পাত্তা দেননি এরিকা।
The first ever Miss Universe Pakistan 🇵🇰 the gorgeous Erica Robin 😍🙌🏼 #MissUniverse pic.twitter.com/ebsBS4Cjee
— PageantsNews (@PageantsNEWS) November 16, 2023
তিনি বলেছেন, “আমি আমার বিশ্বাস থেকে সরে আসিনি। তার জন্য আমি সবথেকে গর্বিত। সম্প্রতি, আমাকে মিস ইউনিভার্স পাকিস্তান ঘোষণা করার পর, বিভিন্ন ক্ষেত্র থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। কিন্তু, আমি আমার বিশ্বাস থেকে সরিনি। সমালোচনা সত্ত্বেও, আমি একজন তরুণ আধুনিক পাকিস্তানি মহিলা হিসেবে আমার মূল্যবোধ, আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রেখেই বিশ্বকে দেখিয়ে দিয়েছি, পাকিস্তানি মহিলারাও সাফল্য উদযাপন করতে পারে। পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই খুশি। কোথা এই নেতিবাচক প্রতিক্রিয়াগুলি আসছে জানি না। মনে হয়, এক ঘর পুরুষের সামনে আমি সাঁতারের পোষাক পরে হাঁটব, এই ধারণাটিই এই প্রতিক্রিয়াগুলির জন্ম দিয়েছে।”
A CUTE MISS PAKISTAN CULTURAL SLAY OMG ERICA ROBIN THAT BIG ASSS PANKHA
pic.twitter.com/I9GjQvEFsZ— ” (@jisooswar) November 18, 2023
তবে শুধু পাক সুন্দরী একাই নন, আরও বেশ কয়েকজন সুন্দরী এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইতিহাসরচনা করেছেন। ২০২২-এর অগস্টে মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন করে, এই প্রতিযোগিতায় বিবাহিত মহিলাদের অংশগ্রহণের পর থেকে প্রথম বিবাহিত মহিলাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছিল। এই বছর প্রথম বিবাহিত মহিলা এবং একজন মা হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মিস কলম্বিয়া ক্যামিলা অ্যাভেলা। প্রতিযোগী সেরা ২০-তে স্থান করে নিয়েছেন মিস পর্তুগাল, মেরিনা ম্যাচেতে। তিনি এই প্রপতিযোগতায় প্রথম ট্রান্সজেন্ডার প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন।