পিকারিং: পুজোয় মেতেছে বাংলা। তিলোত্তমার সুবিচারের দাবি বুকে নিয়েই উমা প্রার্থনায় ব্রতী হয়েছে আপামর বাঙালি। উৎসবের ছটা বিদেশের মাটিতেও। আমেরিকা থেকে জার্মানি, বাদ যায়নি প্রায় কোনও দেশই। সর্বত্রই প্রবাসী বাঙালিরা একজোট হয়ে করছেন পুজো। তারই কিছু ঝলক দেখা গেল কানাডার পিকারিং শহরে। সেখানকার বাঙালিরাও এবার একজোট হয়ে উমা বন্দনা শুরু করেছেন। উদ্যোক্তা আমন্ত্রণ কালচালান অ্যাসোসিয়েশন। তবে এটাই এবার তাঁদের প্রথম পুজো।
তবে ‘আমন্ত্রণের’ এই পুজোয় আমন্ত্রণ পেয়েছেন সে দেশের অন্যান্য বাসিন্দারাও। প্রবাসী বাঙালিদের সঙ্গে পুজোর আনন্দে সামিল তাঁরাও। একযোগে কব্জি ডুবিয়ে চলছে খাওয়া-দাওয়া সঙ্গে দেদার হুল্লোড়, নাচ-গান আরও কত কী! শুক্রবার থেকে শুরু হয় মূল পুজোর অনুষ্ঠান। শুধু পিকারিং কেন, অন্যান্য শহর থেকেই মানুষ আসছেন ঠাকুর দেখতে। মণ্ডপে উপচে পড়ছে ভিড়।
শনিতে সপ্তমী-অষ্টমী, রবিতে নবমী-দশমী। দশমীতে উমার বিদায়বেলায় রীতি মেনে বসছে সিঁদুর খেলার আসরও। প্রতিদিনই চলছে ভোগ বিতরণ। উমার মূর্তি কিন্তু এসেছে বাংলা থেকেই। গোবরডাঙার মৃৎশিল্পী চিন্ময়ী গৌরীকে ধরেছেন মৃণ্ময়ী রূপে। তবে এই পুজোর প্রধান উদ্যোক্তা যাঁরা আছেন তাঁদের বেশিরভাগই আবার তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত। কাজ সামলে সকলেই ডুব দিচ্ছেন পুজোর আনন্দে।