Nepal: নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন প্রচণ্ড, হাত মেলালো দুই কমিউনিস্ট পার্টি

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 26, 2022 | 9:15 PM

Pushpa Kamal Dahal Prachanda: নেপালে হাত মেলালো দুই কমিউনিস্ট পার্টি। প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন পুষ্প কুমার দাহাল প্রচণ্ড।

Nepal: নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন প্রচণ্ড, হাত মেলালো দুই কমিউনিস্ট পার্টি
শপথ গ্রহণের পর পুষ্প কুমার দাহাল প্রচণ্ড

Follow Us

কাঠমান্ডু: নির্বাচনের পর, গত প্রায় এক মাস ধরে ক্ষমতার লড়াই চলছিল। ত্রিশঙ্কু ফল হয়েছিল নেপালের সাধারণ নির্বাচনের। অবশেষে, সোমবার সেই দেশের নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন মাওবাদী গেরিলা নেতা পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড। এই নিয়ে তৃতীয়বারের জন্য নেপালের শীর্ষপদে আসীন হলেন তিনি। এর আগে ২০০৮-০৯ এবং ২০১৭-১৮ সালে দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। রবিবারই, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির সঙ্গে দেখা করে, সরকার গঠনের দাবি জানিয়েছিলেন প্রচণ্ড। ২৭৫ আসনের নেপাল প্রতিনিধি পরিষদের ১৬৯ জনের সমর্থন সম্বলিত চিঠি জমা দিয়েছিলেন তিনি। এদিন নেপালি রাষ্ট্রপতি ভবন, শীতল নিবাসে এক সরকারি অনুষ্ঠানে নেপালের সংবিধান এবং গোরনীয়তা রক্ষার শপথ গ্রহণ করেন এই প্রাক্তন মাওবাদী গেরিলা নেতা।

একসময় প্রায় ১৩ বছর লোকচক্ষুর আড়ালে থেকে নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়েছিলেন তিনি। ২০০৬ সালে রাজতন্ত্রের অবসানে তিনি মূলধারার রাজনীতিতে ফিরে এসেছিলেন। চলতি নির্বাচনে নেপালে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে নেপালি কংগ্রেস। ৮৯ আসনে জয়ী হয়েছে তারা। কিন্তু, তারপরও সরকার গঠন করতে পারেনি তারা। আচমকা পাঁচ দলের শাসক জোট ছেড়ে বেরিয়ে এসেছে নেপালি কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র)। প্রাক্তন প্রধানমন্ত্রী নেপালি কমিউনিস্ট পার্টি (মাক্সবাদী – লেনিনবাদী)। তারা জিতেছে মাত্র ৩২টি আসনে। অন্যদিকে কেপি শশি ওলির নেপালি কমিউনিস্ট পার্টি (মাক্সবাদী-লেনিনবাদী) জিতেছে ৭৮টি আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৩৮টি আসন।

নেপালের বিদায়ী প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা দেশের নতুন প্রধানমন্ত্রী প্রচন্ডকে অভিনন্দন জানিয়েছেন। মাওবাদী কেন্দ্রের সেক্রেটারি গণেশ শাহ জানিয়েছেন, সোমবার সকালেই দেউবা ফোন করে প্রচণ্ডকে অভিনন্দন জানান। নেপালি কংগ্রেসের অন্যান্য নেতারাও প্রচন্ডকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে, রবিবার নেপালের রাষ্ট্রপতি প্রচণ্ডকে সরকার গঠনের জন্য ডাক পাঠাতেই প্রচণ্ডকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি বলেছিলেন, “নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য প্রচণ্ডকে আন্তরিক অভিনন্দন। গভীর সাংস্কৃতিক সংযোগ এবং জনগণের মধ্যে উষ্ণ সম্পর্কের উপর ভিত্তি করে ভারত ও নেপালের মধ্যে এক অনন্য সম্পর্ক রয়েছে। এই বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য উন্মুখ।” প্রধানমন্ত্রী প্রচন্ডকে অভিনন্দন জানিয়েছে চিনও। কাঠমান্ডুতে চিনা দূতাবাসের মুখপাত্র টুইট করে বলেছেন, “নেপালের ৪৪তম প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার জন্য চেয়ারম্যান প্রচন্ড (পুষ্প কমল দাহাল) কে আন্তরিক অভিনন্দন।”

Next Article