Accident: ফোন তুলতে নেমেছিলেন রেললাইনে, ট্রেন এসে ছিন্নভিন্ন করল দেহ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 26, 2022 | 4:46 PM

New York: পুলিশ জানিয়েছে, ফোন রেললাইনে পড়ে যাওয়ায় তা তুলতে নেমেছিলেন। কিন্তু সময়ে প্ল্যাটফর্মে আসতে পারেননি। উত্তরগামী উচ্চগতির ট্রেন চলে এসে ধাক্কা মারে ওই ব্যক্তিকে।

Accident: ফোন তুলতে নেমেছিলেন রেললাইনে, ট্রেন এসে ছিন্নভিন্ন করল দেহ

Follow Us

নিউইয়র্ক: সাবওয়ে ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। ট্রেন আসতে দেরি থাকায় প্ল্যাটফর্মেই ঘোরাফেরা করছিলেন। ইতিমধ্যেই ট্রেন আসার ঘোষণা হয়। ট্রেনও তখন প্ল্যাটফর্মে ঢুকবে। সে সময়ই ওই ব্যক্তির হাত থেকে ফোন পড়ে যায় রেললাইনে। ট্রেন আসছে দেখেও ওই ব্যক্তি ফোনের মায়া কাটাতে পারেননি। তিনিও রেললাইনে নেমে পড়েন ফোন তুলতে। কিন্তু রেললাইন থেকে ফোন তুলে আর প্ল্যাটফর্মে উঠতে পারেননি তিনি। ট্রেন এসে পিষে দেয় তাঁকে। ওই যুবকের মৃত্যু হয়। সম্প্রতি এই ঘটনা ঘটেছে আমেরিকার নিউইয়র্কের সাবওয়ে ট্রেন লাইনে। সেখানকার কুইনস স্টেশনে ঘটেছে এই দুর্ঘটনা। সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই ঘটনার কথা।

পুলিশ জানিয়েছে, ফোন রেললাইনে পড়ে যাওয়ায় তা তুলতে নেমেছিলেন। কিন্তু সময়ে প্ল্যাটফর্মে আসতে পারেননি। উত্তরগামী উচ্চগতির ট্রেন চলে এসে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। যার জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নিষ তবে তাঁর পরিচয় বের করে পরিবারের লোকেদের খবর দেওয়ার কাজ চলছে।

এ রকমই ঘটনা দিন কয়েক আগে ঘটেছিল ব্রুকলিনে। সেখানেও ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। কিছু দিন আগে ২২ বছরের এক যুবতী আটকে পড়েছিলেন রেললাইনে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। ওই যুবতী একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। অফিসের সহকর্মীদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেনে তিনি। সেখান থেকে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। সেই মৃত্যুতে ভেঙে পড়েছিলেন ওই যুবতীর সহকর্মীরাও। নিজেদের চোখের সামনে এক জনের মৃত্যু হৃদয় ভেঙেছিল তাঁদের।

Next Article