Queen Elizabeth II Secret Letter: কাচের বাক্সে রাখা রানির গোপন চিঠি, ২০৮৫ পর্যন্ত পড়তে পারবে না কেউ

Queen Elizabeth II Secret Letter: হাতে লেখা সেই চিঠিতে কী এমন বার্তা দিয়ে গিয়েছেন রানি? তা নিয়ে কৌতূহল রয়েছেন সিডনি শহরের বাসিন্দাদের।

Queen Elizabeth II Secret Letter: কাচের বাক্সে রাখা রানির গোপন চিঠি, ২০৮৫ পর্যন্ত পড়তে পারবে না কেউ
রানির গোপন চিঠি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2022 | 7:48 AM

লন্ডন: রাজা, রানি, রাজপুত্র… রাজ প্রাসাদের ভিতরে যেন লুকিয়ে আছে এক আস্ত রূপকথা! বাকিংহাম প্যালেস আর ব্রিটিশ রাজ পরিবারের জীবনযাত্রা ঘিরে সাধারণ মানুষের কৌতূহল সবসময়েই বেশি। সেই রাজ পরিবারের এক গোপন চিঠির কথা জানা যায়। যে চিঠি রানি দ্বিতীয় এলিজাবেথ নিজে হাতে লিখেছিলেন। গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রানি। কিন্তু সেই চিঠি খোলা যাবে না আরও অনেক বছর। কী এমন লেখা আছে সেই চিঠিতে?

শুধু এটুকুই জানা যায়, ১৯৮৬ সালে চিঠিটি লিখেছিলেন রানি। আর চিঠিতে অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষের জন্য কোনও বার্তা দেওয়া আছে। সিডনি শহরের এক বিখ্যাত ভবনের এক গোপন কুঠুরিতে রাখা আছে সেই চিঠি। আগামী ৬৩ বছরেও সেই চিঠি খুলে পড়তে পারবেন না কেউ, এমনটাই নির্দেশ রয়েছে রানির। তিনি নির্দেশ দিয়েছে, চিঠি খুলতে হবে ২০৮৫ সালে। আর তাতে যা লেখা আছে, তা পড়ে শোনাতে হবে সিডনির বাসিন্দাদের। শহরবাসীর প্রতি রানি কোনও বার্তা দিয়ে গিয়েছেন বলেই জানা যায়। তবে কী বিষয়ে সেই বার্তা? তা জানেন না রানির একেবারে কাছের মানুষেরাও।

সিডনির কুইন ভিক্টোরিয়া বিল্ডিং-এ সযত্নে রাখা হয়েছে চিঠিটি। ১৯৮৬ সালের নভেম্বর মাসে রানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত ওই ভবনের কিছু কাজ হয়। সেই সময়েই চিঠিটি লিখেছিলেন দ্বিতীয় এলিজাবেথ। জানা যায়, একটি কাচের বাক্সে রাখা আছে সেই হাতে লেখা চিঠি। চিঠি পড়ার ব্যাপারে যে নির্দেশ রানি দিয়েছেন, শুধু সেটাই দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। তাতে যা লেখা আছে তার বাংলা তর্জমা করলে হয়, ‘শুভেচ্ছা! ২০৮৫ সালের একটি দিন বেছে নিয়ে চিঠিটা দয়া করে খুলবেন। আর সিডনিবাসীকে আমার মেসেজ পড়ে শোনাবেন।’ নীচে রয়েছে রানির স্বাক্ষর।

উল্লেখ্য, কুইন ভিক্টোরিয়া বিল্ডিং কোলা হয়েছিল ১৮৯৮ সালে। ১৯৫৯ সালে সেই ভবন প্রায় ভেঙে দেওয়া হয়েছিল। এরপর মালয়েশিয়ার একটি সংস্থা ভবনটি পুনর্নির্মাণের কাজ শুরু করে ১৯৮৪ সালে। আর ১৯৮৬ সালে সেটি খুলে দেওয়া হয়। বর্তমানে ওই ভবন মালয়েশিয়ার সংস্থার লিজে রয়েছে। ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে তারা।  ব্রিটেনের সঙ্গে অস্ট্রেলিয়াও রাজ পরিবারের শাসনের অধীনে পড়ে।