বেজিং: যে অঙ্ক কষতে ৮ বছর সময় লাগত, তা এখন সম্ভব স্রেফ ৭০ মিনিটে। সুপার কম্পিউটার বানিয়ে তাক লাগিয়েছে চিন (China)। গবেষণাপত্রে গবেষকরা জানিয়েছেন, গুগলের সাইকামোর কোয়ান্টাম কম্পিউটার যে কাজ করতে পারে তার থেকেও ১,০০০ গুণ বেশি পারদর্শী তাঁদের সুপারকম্পিউটার। চিনা বিজ্ঞানীদের আবিষ্কৃত এই সুপার কম্পিউটারের নাম ‘জুশংসি।’
গবেষকদের দাবি ৬৬ কিউবিটের এই কোয়ান্টাম সুপার কম্পিউটার এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে সেরা। তবে শুধু একটি গাণিতিক সমস্যারই সমাধান নয়, চিনের আবিষ্কৃত ‘জুশংসি’ একসঙ্গে একাধিক কাজ করতে সক্ষম। গবেষকরা বিশ্বাস করেন, ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার ক্লাসিক কম্পিউটারকে ছাপিয়ে যাবে। ইতিমধ্যেই চিনের গবেষকদের গবেষণাপত্র কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইটে জমা হয়েছে।
অদূর ভবিষ্যতে চিনের এই গবেষণা আন্তর্জাতিক জার্নালগুলিতেও প্রকাশিত হবে। বিশেষজ্ঞদের মতে, চিনের এই কম্পিউটারের সবচেয়ে বড় গুণ হল দ্রুততা। ৮ বছরের অঙ্ক স্রেফ ঘণ্টা খানেকের একটু বেশি সময়ে যে কম্পিউটার শেষ করতে পারে, তা ভবিষ্যতে আরও একাধিক অসম্ভবকে সম্ভব করতে পারে বলে মনে করছেন তাঁরা। ইতিমধ্যেই একাধিক বিজ্ঞানীর ভূয়সী প্রশংসা পেয়েছে ‘জুশংসী।’
বিজ্ঞানীদের মতে, জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞানের নানাবিধ উত্তর সহজে মিলবে এই সুপার কম্পিউটারের মাধ্যমে। তা ছাড়া ভবিষ্যতে মানব কল্যাণেও কাজে আসতে পারে এই আবিষ্কার। এত দ্রুত এই সুপার কম্পিউটারের আবিষ্কারে কার্যত হতবাক বিজ্ঞানীদের একাংশ। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের পদার্থবিদ পিটার নাইট জানান, তাঁর আশাই ছিল না পৃথিবীতে এত দ্রুত এই রকম একটা সুপার কম্পিউটার চলে আসবে। আরও পড়ুন: তৃতীয় ঢেউয়ে মৃত্যু থেকে ‘রেহাই’ পাবে শিশুরা, কতটা স্বস্তির আশ্বাস দিচ্ছেন গবেষকরা?