Pakistan Economic Crisis: অর্থনৈতিক সঙ্কটের আঁচ পাকিস্তানের সেনাবাহিনীতে, পেটে গামছা জওয়ানদের?

Pakistan Economic Crisis: অর্থনৈতিক সঙ্কটে ধুকছে পাকিস্তান। এবার সেনাবাহিনীতেও পড়েছে তার প্রভাব।

Pakistan Economic Crisis: অর্থনৈতিক সঙ্কটের আঁচ পাকিস্তানের সেনাবাহিনীতে, পেটে গামছা জওয়ানদের?
প্রতীকী ছবি (সৌজন্যে: টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 9:03 PM

ইসলামাবাদ: ক্রমশ জোরাল হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট। সেখানে দুধ, মাংস ও ময়দার দাম আকাশ ছোঁয়া। একমুঠো ভর্তুকিযুক্ত ময়দা পাওয়ার জন্য় সেখানে হাহাকার। প্রতিবেশী দেশে দুধের এত দাম যে সেই দামের উত্তাপেই দুধ গরম হচ্ছে সেখানে। এবার এই অর্থনৈতিক সঙ্কট গুটি গুটি পায়ে পৌঁছেছে পাকিস্তানের সেনার মেসেও। সংবাদ মাধ্যম নিউজ১৮-র একটি প্রতিবেদন অনুযায়ী, অর্থৈনতিক সঙ্কটের জেরে সেনারা দু’বেলা পেট ভরে খেতে পাচ্ছেন না। কারণ মূল্যবৃদ্ধির জেরে পাকিস্তানের সেনার জন্য বিশেষ ফান্ডে পড়েছে কোঁপ।

খাদ্যসঙ্কটের বিষয়টি তুলে ধরে পাকিস্তানের ফিল্ড কমান্ডাররা কোয়ার্টারের মাস্টার জেনারেলের অফিসে চিঠি লিখেছেন। জানা গিয়েছে, খাদ্য সরবরাহ ও বিভিন্ন লজিস্টিক্যাল বিষয় নিয়ে লজিস্টিক্যাল স্টাফের প্রধান ও মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেলের সঙ্গে সামরিক বাহিনীর আধিকারিকরা। নিউজ১৮-র প্রতিবেদন অনুযায়ী, সূত্র জানিয়েছে জওয়ানদের খাবার দিতে পারছে না পাকিস্তান সামরিক বাহিনী। তিনি জানিয়েছেন,”আমরা ইতিমধ্যেই সেনার জন্য উৎসর্গীকৃত খাদ্য তহবিল কমিয়ে দিয়েছি। ২০১৪ সালে জ়ারব-ই-আজ়ব অপারেশনের সময় জেনারেল রাহিল শরিফ এই খাদ্য তহবিল দ্বিগুণ করার ক্ষেত্রে অনুমোদন দিয়েছিলেন।”

আর্থিক সঙ্কটের সঙ্গে পাঙ্গা দিতে সেনার খাদ্য তহবিলের বরাদ্দ কমানোর পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপের পরিকল্পনা রয়েছে প্রশাসনের। সরকারি কর্মচারীদের বেতন কমানো, বিদেশি অভিযানের সংখ্যা কমানো এবং ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ও ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) অনুদান ও সিক্রেট সার্ভিসের জন্য তহবিল কমানো সহ বেশ কিছু পদক্ষেপের পরিকল্পনা করছে পাকিস্তান। এদিকে শুক্রবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী গত পাঁচ মাসে সেদেশে সর্বোচ্চ হয়েছে মূল্যবৃদ্ধি। পাকিস্তানের সংবাদ মাধ্যম অনুযায়ী সেখানে সাপ্তাহিক মূল্যবৃদ্ধি ৪০ শতাংশের উপরে চলে গিয়েছে।